সুপার লিগের শীর্ষে উঠা ‘বাংলাদেশের সেঞ্চুরি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
সুপার লিগের শীর্ষে উঠা ‘বাংলাদেশের সেঞ্চুরি’

সফররত আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে দুর্দান্ত খেলে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয় নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আরও একটি গুরুত্ব কাজ হয়েছে। তা হলো- ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে টাইগাররা। ইংল্যান্ডকে পিছনে ফেলে শীর্ষে উঠা বাংলাদেশের পয়েন্ট পূর্ণ একশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আফগানিস্তান ক্রিকেট দলকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করেছেন টাইগাররা। একই সাথে দুই ম্যাচ থেকে সুপার লিগের পূর্ণ ২০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে ৮০ পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানের ছিল বাংলাদেশ। যেখানে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে ছিল টাইগাররা। প্রথম ম্যাচ জয়ে ১০ পয়েন্ট অর্জন করে ইংল্যান্ডের চেয়ে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে ছিলেন তামিম ইকবালরা।

আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে বাংলাদেশের মূল লক্ষ্য তিন ম্যাচ থেকেই আইসিসি সুপার লিগের পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করা। যার মধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে ২০ পয়েন্ট অর্জন করলো বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে যাবে টাইগাররা।

১৪ ম্যাচ খেলে ১০ জয়ে পয়েন্ট অর্জনে সেঞ্চুরি স্পর্শ করেছে বাংলাদেশ। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ১৫ ম্যাচ খেলে ৯টি জয়, ৫টি হার এবং একটি ম্যাচে কোন রেজাল্ট না হওয়ায় ৯৫ পয়েন্ট অর্জন করেছে। সুপার লিগের তৃতীয় স্থানে রয়েছে ভারত। ১২ ম্যাচ খেলে ৮ জয়ে ভারতের অর্জন ৭৯ পয়েন্ট।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

দীর্ঘ সময় ব্যাটিংয়ের পরিকল্পনায় সফল লিটন

দীর্ঘ সময় ব্যাটিংয়ের পরিকল্পনায় সফল লিটন

রহমত শাহর আউট নিয়ে ‘বিভ্রান্তি’, সাকিবের ‘গুড স্পোর্টসম্যানশিপ’

রহমত শাহর আউট নিয়ে ‘বিভ্রান্তি’, সাকিবের ‘গুড স্পোর্টসম্যানশিপ’