অর্ধশত ম্যাচের আগেই লিটনের পঞ্চম শতক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
অর্ধশত ম্যাচের আগেই লিটনের পঞ্চম শতক

ব্যাট হাতে ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৫০তম ম্যাচ খেলার আগেই পঞ্চম সেঞ্চুরি হাঁকালেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। সফররত আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৪৯ত ম্যাচে ৯৫ দশমিক ৩২ স্ট্রাইক রেটে পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করে তিনি। এছাড়া লিটনের ব্যাটে আরও তিনটি অর্ধশত রানের ইনিংসও রয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে অধিনায়ক তামিম ইকবালের সাথে ওপেনিং জুটিতে নামনে লিটন দাস। তামিম শুরুতে ফিরে গেলেও ব্যাট হাতে দুর্দান্ত খেলেন লিটন কুমার দাস।

সিরিজের প্রথম ম্যাচে ৮ বলে ১ রান করা লিটন দাস দ্বিতীয় ম্যাচে ৬৫তম বলে অর্ধশত পূরণ করেন। স্কোয়ার লেগ দিয়ে চার মেরে ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরিকে নিয়ে যান সেঞ্চুরির দিকে। ৬৫তম বলে হাফ-সেঞ্চুরি করা লিটন সেঞ্চুরি পূরণ করেন ১০৭ বলে।

হাফ-সেঞ্চুরির মতো এবার চার মেরে সেঞ্চুরি পূরণ করেন তিনি। রশিদ খানে বলে কভার দিয়ে বাইন্ডারি মেরে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকান এই টাইগার ব্যাটার। তার এই সেঞ্চুরি পথে কোন ছক্কা না থাকলেও ১৪টি চারের মার ছিল।

সেঞ্চুরির পর লিটনের ব্যাট আরও বিধ্বংসী হয়ে উঠে। মুজিবের বলে ক্যাচ নিয়ে সাজঘরে ফেরার আগে ১৩৬ রান করেন তিনি। সেঞ্চুরির পর বাকি ৩৪ রান করে ১৯ বলে। সেঞ্চুরির পথে কোন ছক্কা না হাঁকালেও পরে ২টি বিশাল ছক্কা মারেন তিনি। লিটন দাসের ১৩৬ রানের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কার মার ছিল।

ব্যাট হাতে পঞ্চম সেঞ্চুরিতে আরও একটি রেকর্ড গড়েছেন লিটন দাস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও এখন লিটনের দখলে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

‘বাইরের’ মাশরাফিকে নিয়ে কথা বলা পছন্দ নয় ডোমিঙ্গোর

দু’জনেরই বিশ্বাস ছিল উইকেট না দিলে জেতা সম্ভব: আফিফ

দু’জনেরই বিশ্বাস ছিল উইকেট না দিলে জেতা সম্ভব: আফিফ

আফিফ-মিরাজের ‘বিশ্ব রেকর্ডে’ বাংলাদেশের দুর্দান্ত জয়

আফিফ-মিরাজের ‘বিশ্ব রেকর্ডে’ বাংলাদেশের দুর্দান্ত জয়

অথচ আফিফ-মিরাজ ‘স্কোয়াডেই’ নিশ্চিত ছিল না: নাজমুল হাসান

অথচ আফিফ-মিরাজ ‘স্কোয়াডেই’ নিশ্চিত ছিল না: নাজমুল হাসান