দেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে নিজের চাচা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে ছাড়িয়ে গেলেন তামিম ইকবাল।
সিরিজের প্রথম ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের এটি ১৬তম ওয়ানডে। এই ম্যাচে টস করতে নেমে আকরাম খানকে ছাড়িয়ে যান তামিম। ক্রিকেট ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে জাতীয় দলকে ১৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন আকরাম।
আকরাম খানের অধীনে ১টি জয় ও ১৪টি হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে তামিম ইকবালের অধীনে এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে ৮টি জয় ও ৭টি ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
১৬তম ম্যাচে অধিনায়কত্ব শুধু নিজের চাচা আকরাম খানকেই ছাড়িয়ে গেলেন, তা নয়। বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল পাশেও নাম লিখালেন তামিম। কারণ, ১৬টি ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন আমিনুল। তার অধীনে ২টি জয় ও ১৪টি হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ ওয়ানডে দল।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে সবচেয়ে বেশি ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এখন পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে খ্যাত মাশরাফি বিন মর্তুজা। ৫০টি জয়, ৩৬টি হার এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল ম্যাশের অধীনে। সর্বশেষ সাকিব আল হাসান এক বছরের জন্য নিষিদ্ধ হলে ওয়ানডে দলের নেতৃত্ব পান তামিম ইকবাল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]