প্রথমবারের মতো নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
প্রথমবারের মতো নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো নেদারল্যান্ড সফরে যাচ্ছে উইন্ডিজ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইউরোপের এই দেশটিতে যাবে ক্যারিবিয়ানরা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সুপার লিগের ম্যাচ খেলতে নেদারল্যান্ডস সফর করবে উইন্ডিজ দল। এ সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দু’দল। বিষয়টি নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনসিবি)।

চলতি বছরের ৩১ মে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দুই দল। শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৪ জুন। সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হবে অ্যামস্টেলভিনের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে।

এক বিবৃতিতে কেএনসিবি জানিয়েছে, ‘আইপিএলের পরপরই নেদারল্যান্ডস সফরে আসবে উইন্ডিজ দল। আমরা এ সিরিজ আয়োজন করতে পেরে বেশ গর্বিত।’

উল্লেখ্য কখনই দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলতে নেদারল্যান্ডস সফর করেনি উইন্ডিজ। এমনকি কখনই দ্বিপাক্ষিক সিরিজে কোনো ম্যাচ খেলেনি এই দু’দল।

সিরিজ সূচি
১ম ওয়ানডে : ৩১ মে
২য় ওয়ানডে : ২ জুন
৩য় ওয়ানডে : ৪ জুন

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তীরে গিয়ে তরী ডুবালো ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ ভারতের

তীরে গিয়ে তরী ডুবালো ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ ভারতের

ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চম হোয়াইটওয়াশের লজ্জা দিল ভারত

ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চম হোয়াইটওয়াশের লজ্জা দিল ভারত

কোহলির বিষয়ে সাংবাদিকদের একহাত নিলেন অধিনায়ক রোহিত

কোহলির বিষয়ে সাংবাদিকদের একহাত নিলেন অধিনায়ক রোহিত

আইপিএলের পুরো আসরেই থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা

আইপিএলের পুরো আসরেই থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা