আইসিসি ওয়ানডে ব্যাটার র্যাংকিং তালিকায় পঞ্চমস্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ২২৯ রান করেন ডি কক। শেষ ওয়ানডেতে ১২৪ রানের ইনিংস খেলা এ ব্যাটার শেষ ম্যাচ ও সিরিজে হয়েছেন সেরা খেলোয়াড়।
সিরিজে ভালো পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন ডি কক। ২০১৯ সালের বিশ্বকাপের পর আবারও সেরা পাঁচে জায়গা পেলেন তিনি।
ডি ককের মত র্যাংকিংয়ে উন্নতি হয়েছে সতীর্থ মিডল-অর্ডার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২১৮ রান করেন ডুসেন। ভালো পারফরমেন্স করায় র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা দশম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
সিরিজে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন ওপেনার শিখর ধাওয়ান। এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন তিনি। আর একই সিরিজের পাঁচ উইকেট নিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি।
এছাড়া বল হাতে সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আন্দিল ফেলকুওয়াও। সাত ধাপ এগিয়ে ৫২তম স্থানে তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]