ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ১৭ জানুয়ারি ২০২২
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড

সিরিজ শুরুর আগে নিজেদের মাটিতে ফেভারিট ছিল ক্যারিবীয়রাই। প্রথম ম্যাচ জিতে বার্তাটা দিয়ে রেখেছিল তারা। কিন্তু পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড বুঝিয়ে দিলো ক্রিকেট আসলেই অনিশ্চয়তার খেলা। এখানে কেউ ফেভারিট নয়। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ক্যারিবীয়দের হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে আইরিশরা।

এই জয়ের ফলে দেশের বাইরে প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেলো তারা। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।

রোববার (১৬ জানুয়ারি) জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার শাই হোপ এবং জাস্টিন গ্রিভস। উদ্বোধনী জুটিতে দু’জন মিলে ১১ ওভারেই তুলে ফেলেন ৭২ রান।

মারকাটারি ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে ৩৯ বলে ৫৩ রান করে শাই হোপ প্যাভিলিয়নে ফিরলে ভাঙ্গে এই জুটি। হোপের বিদায়ের পর শুরু হয় ব্যাটিং ধ্বস। একে একে বিদায় নেন নিকোলাস পুরান (২), শামারা ব্রুকস (১), রোস্টোন চেজ (১৯) ও অধিনায়ক কাইরন পোলার্ড (৩)।

দলের এমন অবস্থায় হাল ধরেন অলরাউন্ডার জেসন হোল্ডার। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন তিনি। শেষের দিকে রোমারিও শেফার্ডের ১৩, আকিল হোসেনের ২৩ এবং ওডেন স্মিথের ২০ রানের তিনটি ছোট ছোট ইনিংসে ভর করে ২১২ রানে থামে ক্যারিবীয়রা।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এছাড়াও ক্রেইগ ইয়ং ৩টি এবং ১টি করে উইকেট নেন কার্টিশ ক্যাম্ফার ও জর্জ ডকরেল।

২১৩ রানের লক্ষ্য খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিরে যান আইরিশ ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড। তার বিদায়ে হাল ধরেন পল স্টার্লিং ও ম্যাকব্রাইন। দু’জন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৩ রান। এই জুটিতেই ম্যাচে ফিরে আইরিশরা।

৩৮ বলে ৪৪ রান করে স্টার্লিংয়ের বিদায় নিলে তৃতীয় উইকেটে আরেকটা জুটি গড়েন ম্যাকব্রিন ও হ্যারি টেক্টর। এই দু’জনের ৭৯ রানের জুটিতেই জয়ের কাছাকছি পৌছে যায় আয়ারল্যান্ড। ম্যাকব্রাইন করেন ৫৯ রান। টেক্টর খেলেন ৫৮ রানের ইনিংস। তাতে ২ উইকেট হাতে রেখেই ৪৪.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পল স্টার্লিংয়ের দল।

পুরো সিরিজে নিজেকে মেলে ধরে ১২৮ রান ও ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন ম্যাকব্রিন। শেষ ম্যাচে ৫৯ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা তিনিই।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাতিল টি-টোয়েন্টি, নতুন সূচিতে উইন্ডিজ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ

বাতিল টি-টোয়েন্টি, নতুন সূচিতে উইন্ডিজ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অভিষেকেই সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন ব্রুকস, জয় পেলো উইন্ডিজ

অভিষেকেই সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন ব্রুকস, জয় পেলো উইন্ডিজ

পাঁচ মাস পর ওয়ানডে দলে ফিরলেন কাইরন পোলার্ড

পাঁচ মাস পর ওয়ানডে দলে ফিরলেন কাইরন পোলার্ড