চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ডের শুভ সূচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ এএম, ১৭ জানুয়ারি ২০২২
চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ডের শুভ সূচনা

ওয়ানডে ক্রিকেটে দলীয় রান মাত্র ৯৭। ব্যাটিং ব্যর্থতার পর হারের স্বাদ নেওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র, সেটিই হলো। বিশ্বকাপের শুরুটা ভালো হলো না বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ড যুবাদের বিপক্ষে হারের স্বাদ নিয়ে বিশ্বকাপের যাত্রা করলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

রোববার (১৬ জানুয়ারি) নিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয় টাইগার যুবারা। ৩৫ দশমিক ২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে সংগ্রহ করে মাত্র ৯৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৫ দশমিক ১ ওভারেই ৭ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫১ রানেই ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের যুবারা। তবে দলকে চরম লজ্জার হাত থেকে রক্ষা করেন ১১ নম্বরে ব্যাট হাতে নামা রিপন মন্ডল।

ইংলিশ বোলারদের সামনে যখন দলের ৯ ব্যাটার মিলে সংগ্রহ করেছিল ৫১ রান, সেখানে নাইমুর রহমানকে সাথে নিয়ে গড়েন ৪৬ রানের জুটি। দলীয় ৯৭ রানে নাইমুর রহমান আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

নাইমুর রহমান ব্যক্তিগত ১১ রান করলেও রিপন মন্ডলকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন। রিপন মন্ডল ব্যাট হাতে ৩৩ রানে অপরাজিত ছিলেন। ৪৪ বল খেলে ৫ চার ও এক ছক্কার এ রান করেন তিনি।

এছাড়া ব্যাট হাতে আইচ মোল্লা ১৩ এবং এসএম মেহেরবের ব্যাট থেকে আসে ১৪ রান। আর বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটের মধ্যে। তাদের মধ্যে আবার অধিনায়ক রাকিবুল হাসান-সহ দুইজন ছিলেন শূন্যের কোটায়।

মাত্র ৯৮ রানের লক্ষ্য পেয়ে সহজেই পেরিয়ে যায় ইংল্যান্ডের যুবারা। দলীয় ২০ ও ২৬ রানে দুটি উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে তুলে নেয় ৬৫ রান। এরপর আর কোন উইকেট হারাতে হয়নি ইংলিশদের। ১৪৯ বল বাকি থাকেতেই জয়ে বন্দরে পৌঁছে যায় তারা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কেমন হলো যুবাদের বিশ্বকাপ জার্সি

কেমন হলো যুবাদের বিশ্বকাপ জার্সি

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা