ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে ভারতীয় দলে জয়ন্ত যাদব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ পিএম, ১২ জানুয়ারি ২০২২
ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে ভারতীয় দলে জয়ন্ত যাদব

করোনা আক্রান্ত হওয়ায় ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে যোগ দিতে পারেননি অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক অফস্পিনার জয়ন্ত যাদব। জাতীয় দলের হয়ে এর আগে সর্বসাকুল্য ৬টি (৫ ওয়ানডে, ১ ওয়ানডে) ম্যাচ খেলেছেন তিনি।

সুন্দরের পরিবর্তে জয়ন্তকে দলে সুযোগ দেয়া প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত এক সূত্র জানায়, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ন্তকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের হাতে খুব কম সময় ছিলো মুম্বাইয়ের বায়ো-বাবল থেকে কাউকে বেছে নেয়ার। আমরা জয়ন্তকে নিয়েছি।’

জয়ন্তকে সুযোগ দেয়াতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। জয়ন্ত বোলিংয়ের সাথে ভালো ব্যাটও চালাতে পারেন। যেটা মনে ধরেছে দ্রাবিড়ের। রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের অনুপস্থিতিতে জয়ন্তের ব্যাটিং খুব কাজে দিবে। সাদা পোশাকে সেঞ্চুরিও আছে এই স্পিনিং অলরাউন্ডারের।

ওয়ানডে সিরিজ খেলতে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌছে গেছে ভারতের ওয়ানডে দলের সদস্যরা। বুধবার (১২ জানুয়ারি) সকালে কেপটাউনের মাটিতে পা রেখেছেন যুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, ভুবনেশ্বর কুমার এবং প্রসাদ কৃষ্ণ।

১৯ জানুয়ারি (বুধবার) পার্লের বোল্যান্ড পার্কে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দুই দিন বাদে একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর কেপটাউনে ২৩ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করবে ভারত।

জাতীয় দলের হয়ে এ পর্যন্ত খেলা ৫ টেস্টের ১০ ইনিংসে বল করে জয়ন্ত উইকেট শিকার করেছেন ১৬ টি। রান করেছেন ২৪৬। শতক ও অর্ধশতক আছে একটি করে। একমাত্র ওয়ানডে ম্যাচে উইকেট নিয়েছেন ১টি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের নতুন টাইটেল স্পন্সর টাটা

আইপিএলের নতুন টাইটেল স্পন্সর টাটা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত ওয়াশিংটন সুন্দর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত ওয়াশিংটন সুন্দর

আইপিএল নিয়ে আবারও চিন্তিত বিসিসিআই, দৃষ্টি মহারাষ্ট্রে

আইপিএল নিয়ে আবারও চিন্তিত বিসিসিআই, দৃষ্টি মহারাষ্ট্রে

নারী বিশ্বকাপে ভারতের স্কোয়াড ঘোষণা

নারী বিশ্বকাপে ভারতের স্কোয়াড ঘোষণা