করোনায় স্থগিত আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০২২
করোনায় স্থগিত আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে

করোনার মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচের আগে করোনা পজিটিভ হয়েছিলেন দুই আইরিশ খেলোয়াড় সিমি সিং এবং বেন হোয়াইট। তবে নতুন করে আরও আক্রান্তের খবরে স্থগিত হয়ে গেলে দ্বিতীয় ওয়ানডে।

মূলত আয়ারল্যান্ড শিবিরে করোনা আক্রান্তের খবরে স্থগিত করা হয়েছে দ্বিতীয় ওয়ানডে। দুই দেশের ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে যৌথ এক বিবৃতি দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্রিকেট আয়ারল্যান্ড।

বিবৃতিতে বলা হয়, ‘আয়ারল্যান্ড ক্যাম্পে দুইজন করোনা আক্রান্তের পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং ক্রিকেট আয়ারল্যান্ড একটা যৌথ সিদ্ধান্তে এসেছে। যার জন্য ১১ জানুয়ারি (মঙ্গলবার) জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিতব্য দ্বিতীয় একদিনের ম্যাচ স্থগিত করা হয়েছে।’

জানা গেছে, আয়ারল্যান্ড দলের সিমি সিং ও বেন হোয়াইটসহ মোট ৫ জন করোনা আক্রান্ত হয়েছে। তাদেরকে মেডিকেল টিমের তত্ত্বাবধানে আইসোলেশনে পাঠানো হয়েছে। দ্বিতীয় ম্যাচ স্থগিত করা হলেও পরে কখন অনুষ্ঠিত হবে এই ব্যাপারে এখনো কিছুই জানায় নি দুই বোর্ড।

তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার সাবিনা পার্কে ১৪ জানুয়রি (শুক্রবার) সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অভিষেকেই সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন ব্রুকস, জয় পেলো উইন্ডিজ

অভিষেকেই সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন ব্রুকস, জয় পেলো উইন্ডিজ

পাঁচ মাস পর ওয়ানডে দলে ফিরলেন কাইরন পোলার্ড

পাঁচ মাস পর ওয়ানডে দলে ফিরলেন কাইরন পোলার্ড

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ক্রিকেট কোচ গ্রাহাম ফোর্ড

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ক্রিকেট কোচ গ্রাহাম ফোর্ড