২০২২ সালের শুরুতেই ব্যাট-বল লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। বছরের শুরুতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৬ জানুয়ারি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০২২ সালের জানুয়ারিতে মাঠে গড়ানো সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২১ জানুয়ারি। দিবারাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।
ওয়ানডেতে এই পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট ৫০ বার। তাতে ৪১ বারই হেসেছে লঙ্কানরা। বিপরীতে ৯ জয় জিম্বাবুয়ের।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজ শেষে করেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর ভারতের বিপক্ষে ২টি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজ দিয়ে নতুন বছরে শ্রীলঙ্কান ক্রিকেটের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ হতে যাচ্ছে মাহেলার প্রথম পরীক্ষা। এর আগে ১ জানুয়ারি থেকে দলের সাথে আনুষ্ঠিকভবে তার যোগ দেওয়া কথা রয়েছে।
ওয়ানডে সিরিজ সূচি
প্রথম ওয়ানডে : ১৬ জানুয়ারি
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জানুয়ারি
তৃতীয় ওয়ানডে : ২১ জানুয়ারি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]