প্রাণঘাতি করোনার কারণে আবারও পেছালো যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার একদিনের আন্তর্জাতিক সিরিজ। করোনার কারণে প্রথম ম্যাচ বাতিল হওয়ার পর এবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ক্রিকেট যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগে করোনার প্রকোপ আরও বেড়ে যাওয়ায় দুই পক্ষের আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিরিজের ২য় ওয়ানডে মাঠে গড়াবে ২৯ ডিসেম্বর। আর আগে সূচিতে, অর্থাৎ ৩০ ডিসেম্বর ৩য় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।
দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে পা রাখে আইরিশ ক্রিকেট দল। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ ঠিক মতো অনুষ্ঠিত হলেও ওয়ানডে সিরিজের আগেই বাঁধ সাধে করোনা। পন্ড হয়ে যায় সিরিজের প্রথম ওয়ানডে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে করোনার প্রকোপ বেড়ে যাওয়াও দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে গেল। একদিন পিছিয়ে দেওয়ায় এখন সিরিজের বাকি দুই ম্যাচের মধ্যে কোন ফাঁকা দিন থাকছে না। নতুন সূচি অনুযায়ী ২৯ ডিসেম্বর দ্বিতীয় এবং ৩০ ডিসেম্বর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানযে মাঠে গড়াবে।
তবে পরিস্থিতি ঠিক না হলে বা পরিস্থিতির কোনো উন্নতি না হলে দ্বিতীয় ম্যাচটিও বাতিল হওয়ার শঙ্কায় রয়েছে। মূলত সিরিজের প্রথম ম্যাচের আগে একজন ম্যাচ অফিসিয়ালের করোনা পজিটিভ হওয়ায় পুরো সিরিজটি শঙ্কায় পড়ে।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]