নিজেদের প্রথম ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত সেঞ্চুরিতে বড় জয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ পেল আরেকটি সেঞ্চুরি। ওপেনার মাহফিজুল ইসলামের সেঞ্চুরির পর রিপন মন্ডলদের বোলিংয়ে কুয়েত অনুর্ধ্ব-১৯ দলকে ২২২ রানের ব্যবধানের জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। ব্যাট হাতে ১২২ রানের ইনিংস খেলেছেন মাহফিজুল ইসলাম।
শনিবার (২৫ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। তবে নির্ধারিত পুরো ৫০ ওভার খেলতে পারেনি টাইগার যুবারা। ৪৯ দশমিক ২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৯১ রানের সংগ্রহ গড়ে। দলের পক্ষে ওপেনার মাহফিজুল ইসলাম ১২২ রানের ইনিংস খেলেন।
২৯২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে কুয়েতের যুবারা। ২৫ দশমিক ৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৬৯ রান সংগ্রহ করে তারা। ফলে ২২২ রানের বিশাল ব্যবধানের জয় তুলে নেয় বাংলাদেশ।
ব্যাট হাতে দলের অধিনায়ক ও ওপেনার মিট ভাবসার ছাড়া টাইগার বোলোরদের সামনে কুয়েতের কোন ব্যাটারই দাঁড়াতে পারেননি। মিট ভাবসারের ৪৩ রান ছাড়া শেষ দিকে মির্জা আহমেদের ব্যাট থেকে আসে ২৭ বলে ১১ রান, যা কুয়েতের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। এছাড়া বাকিরা সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।
কুয়েতের ব্যাটারদের ব্যর্থতার মিছিলে বল হাতে সফল ছিলেন টাইগার বোলাররা। বল হাতে ৮ ওভার বল করে ১০ রান দিয়ে ৩ উইকেটে শিকার করেছেন রিপন মন্ডর। এছাড়া মেহেরাব ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন।
এর আগে ব্যাট হাতে মাহফিজুল ইসলামের সেঞ্চুরির (১১২) ছাড়া এসএম মেহেরাব ২৪ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]