সেঞ্চুরি হাঁকালেন প্রান্তিক নওরোজ নাবিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
সেঞ্চুরি হাঁকালেন প্রান্তিক নওরোজ নাবিল

বিশ্বকাপ জয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল এবার অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট হাতে হাঁকালেন সেঞ্চুরি। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবারের মতো শতক হাঁকালেন এ যুব টাইগার ব্যাটার।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ৯৮তম বলে বাউন্ডারি মেরে শতক স্পর্শ করেন তিনি।

শতক হাঁকানোর পথে ১০টি চার ও একটি ছক্কা মারেন অনুর্ধ্ব-১৯ দলের এ টাইগার ব্যাটার। শেষ পর্যন্ত ১১২ বল খেলে ১১টি চার ও এক ছক্কায় ১২৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। এর আগে নিজের মোকাবেলা ৫৫তম বলেও বাউন্ডারি মেরে হাফ-সেঞ্চুরি পূরণ করেন তিনি।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এ টাইগার ক্রিকেটার এর আগে ১৮টি যুব ওয়ানডে খেলেছেন। যার মাঝে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস-সহ দুটি অর্ধশত রানের ইনিংস রয়েছে। ১৮ ম্যাচে ব্যাট হাতে তার রানের সংখ্যা ৩৫০।

নাবিল ছাড়াও নেপালের বিপক্ষে এ ম্যাচে হাফ-সেঞ্চুরি করেছেন মোহাম্মদ ফাহিম। ৫৪ বলে ৩টি করে চার ও ছায়ের মারে ৫৮ রান করা ফাহিম আঘাতজনিত কারণে মাঠ ছাড়েন।

নাবিল-ফাহিমের ব্যাটে ভর করে নেপালের বিপক্ষে নির্ধারিত ৫০ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৯৭ রান।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

পরিবর্তন এসেছে যুব এশিয়া কাপের সূচিতে

পরিবর্তন এসেছে যুব এশিয়া কাপের সূচিতে

ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো টাইগার যুবারা

ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো টাইগার যুবারা

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব