বিশ্বকাপ জয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল এবার অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট হাতে হাঁকালেন সেঞ্চুরি। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবারের মতো শতক হাঁকালেন এ যুব টাইগার ব্যাটার।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ৯৮তম বলে বাউন্ডারি মেরে শতক স্পর্শ করেন তিনি।
শতক হাঁকানোর পথে ১০টি চার ও একটি ছক্কা মারেন অনুর্ধ্ব-১৯ দলের এ টাইগার ব্যাটার। শেষ পর্যন্ত ১১২ বল খেলে ১১টি চার ও এক ছক্কায় ১২৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। এর আগে নিজের মোকাবেলা ৫৫তম বলেও বাউন্ডারি মেরে হাফ-সেঞ্চুরি পূরণ করেন তিনি।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এ টাইগার ক্রিকেটার এর আগে ১৮টি যুব ওয়ানডে খেলেছেন। যার মাঝে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস-সহ দুটি অর্ধশত রানের ইনিংস রয়েছে। ১৮ ম্যাচে ব্যাট হাতে তার রানের সংখ্যা ৩৫০।
নাবিল ছাড়াও নেপালের বিপক্ষে এ ম্যাচে হাফ-সেঞ্চুরি করেছেন মোহাম্মদ ফাহিম। ৫৪ বলে ৩টি করে চার ও ছায়ের মারে ৫৮ রান করা ফাহিম আঘাতজনিত কারণে মাঠ ছাড়েন।
নাবিল-ফাহিমের ব্যাটে ভর করে নেপালের বিপক্ষে নির্ধারিত ৫০ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৯৭ রান।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]