বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১১ এএম, ২৪ নভেম্বর ২০২১
বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে মাঠে ফেরা বাংলাদেশ নারী দল দুর্দান্ত পারফর্ম করছে। এরই ধারাবাহিকতায় এবার ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকালেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। তবে ওয়ানডে ফরম্যাটে  প্রথম বাংলাদেশি নারী হিসেবে শতক করলেও এটি আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরির মর্যদা পাচ্ছে না।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল নারীদের আন্তর্জাতিক ক্রিকেট। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ খেললেও আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত ছিল বাংলাদেশের নারীরা। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ বাছাইপর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচে ফিরে টাইগ্রেসরা।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোতেই জয় পেয়েছে বাংলাদেশের নারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমবারের মতো কোনো দলকে হোয়াইটওয়াশ করে নিগার সুলতানা জ্যোতিরা।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দারুণ খেলে টাইগ্রেসরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন শারমিন আক্তার সুপ্তা।

ব্যাট হাতে ১৪১ বলে অপারিজ ১৩০ রান টাইগারদের এ ওপেনিং ব্যাটার। তবে শারমিন আক্তার সুপ্তার এ শতক ওয়ানডে সেঞ্চুরির মর্যদা পাচ্ছে না। আইসিসি নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের এ ম্যাচটি ছিল লিস্ট ‘এ’ ক্যাটাগরির।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নারীদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনংস ৭৫ রান। ২০১৩ সালে ভারতের বিপক্ষে সাবেক অধিনায়ক সালমা খাতুন এ ইনিংস খেলেছিলেন।

শারমিন আক্তারের সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে বাংলাদেশের নারীরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্কোর বোর্ডের ৩২২ রান করেছে টাইগ্রেসরা। এর আগের বাংলাদেশি মেয়েদের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২১১ রান। লাহোরে  পাকিস্তানের বিপক্ষে এ সংগ্রহ গড়েছিল বাংলাদেশের মেয়েরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘প্রস্তুত ছিলেন না’ বল ছাড়ার ব্যাখ্যায় নওয়াজ

‘প্রস্তুত ছিলেন না’ বল ছাড়ার ব্যাখ্যায় নওয়াজ

চট্টগ্রাম টেস্টের আগে দুইদিনের প্রস্তুতি নিবে বাংলাদেশ-পাকিস্তান

চট্টগ্রাম টেস্টের আগে দুইদিনের প্রস্তুতি নিবে বাংলাদেশ-পাকিস্তান

নিউজিল্যান্ড সফরেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

ভারত সফরে অনুর্ধ্ব-১৯ দলে ১৬ টাইগার

ভারত সফরে অনুর্ধ্ব-১৯ দলে ১৬ টাইগার