ঘরের মাঠে ছেলেরা না পারলেও বিদেশের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের নারী দলকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
রোববার (২১ নভেম্বর) টস হেরে প্রথম ব্যাট করে ২০১ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তানের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে বিপদে পড়েও ফারজানা-রুমানা-সালমাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ বল বাকি রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে রুমানা আহমেদ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি।
২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ১৯ বলে ৯ রান করে ফিরেন সাজঘরে। প্রথম উইকেট হারিয়ে আরেক ওপেনার শারমিন আক্তারের সঙ্গী হন ফারজানা হক।
শারমিন আক্তার-ফারজানা হকের জুটিতে বাংলাদেশ ৭০ রান পেলেও ধীরগতির ব্যাটিংয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ৬৭ বলে ৩১ রান করে শারমিন ফিরলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। তৃতীয় উইকেট জুটিতে দলকে আরও হতাশ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২৬ বল মোকাবেলা করে ৪ রানে ফিরেন তিনি।
৩৩তম ওভারে দলীয় ৯২ রানের তৃতীয় উইকেট হারানোর পর ব্যাট হাতে মাঠে নামেন রুমানা আহমেদ। শেষ পর্যন্ত তিনিই অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ব্যাট হাতে ৪৪ বলে ৬ চারে অপরাজিত ৫০ রান করেন রুমানা আহমেদ। এছাড়া ঋতু মনি ৩৭ বলে ৩৩ এবং সালমা খাতুন ১৩ বলে অপরাজিত ১৮ রান করেন।
এর আগে বাংলাদেশের মেয়েরা বল হাতে ৪৯ রানে ৫ উইকেট তুলে নিলেও বড় সংগ্রহ পায় পাকিস্তানের মেয়েরা। নিডা দার এবং আলিয়া রিয়াজের ব্যাটে ভর করে ২০১ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান। নিডা দার ১১১ বলে ৮৭ এবং আলিয়া রিয়াজ ৮২ বলে ৬১ রান করেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]