তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তারের বোলিং তোপে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিলো বাংলাদেশের মেয়েরা।
সোমবার (১৫ নভেম্বর) হোয়াইটওয়াশ এড়াতে বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম দুই ম্যাচের ন্যায় আজও বাংলাদেশ বোলারদের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা।
নাহিদা আক্তারদের তোপে পড়ে ২৭ দশমিক ২ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের মেয়েরা। ১০ ওভার বল করে ২১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার।
ব্যাট হাতে জিম্বাবুয়ের পক্ষে মাত্র একজন ব্যাটার দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। ওপেনার শারন মায়ার্স ৩৯ রান করেন। এছাড়া শূন্য রানে সাজঘরে ফিরেছেন জিম্বাবুয়ের ৬ ব্যাটার।
নাহিদা আক্তার ছাড়া বল হাতে ফারিহা তৃষ্ণা ৩ দশমিক ২ ওভার বল করে ১৭ রান দিয়ে ২টি এবং রুমানা আহমেদ ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট।
৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ১৯০ বল বাকি রেখে সহজেই লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে ওপেনার মুশশিদা খাতুন অপরাজিত ৩৯ রান করেন। এছাড়া নুজহাত তাসনিয়া ১০, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১২ রান করেন।
সিরিজের প্রথম ম্যাচে ৮ এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান-জিম্বাবুয়ে-থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেেশের মেয়েরা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]