নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ইংল্যান্ড, সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ এএম, ০১ অক্টোবর ২০২১
নেদারল্যান্ডস সফরে যাচ্ছে ইংল্যান্ড, সূচি প্রকাশ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর। অবশেষে সেটিও আলোর মুখ দেখছে। নতুন বছরের জুনে প্রথমবারের মতো নেদারল্যান্ডস সফরে যাবে তারা। প্রথমবারের মতো এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংলিশরা।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।

ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রথম আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ হতে যাচ্ছে এটি। চলতি বছরের মে মাসে এ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা স্থগিত করা হয়। এখন শেষ পর্যন্ত ২০২২ সালের জুনে মাঠে গড়াতে যাচ্ছে তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ।

এদিকে, বিশ্বকাপের আগে পাকিস্তান সফর বাতিল করায় বেশ সমালোচনা মুখে পড়তে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলকে। নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়ে সিরিজ না খেলে দেশে ফেরার পর সফর বাতিল করে ইংল্যান্ড।

নিজেদের ক্রিকেটারদের সাথে কোন প্রকার কথা না বলেই সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তবে সম্প্রতি বিষয়টি ঠিক হয়নি উল্লেখ করে পাকিস্তানের ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। একই সাথে আশা প্রকাশ করেছেন নতুন বছরের যেকোন সময় পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল।

নেদারল্যান্ডস সফরে ইংল্যান্ড দলের সূচি
১ম ওয়ানডে : ১৭ জুন, ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড
২য় ওয়ানডে : ১৯ জুন, ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড
৩য় ওয়ানডে : ২২ জুন, ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিটারসেনের টেস্ট খেলুড়ে দেশের তালিকায় নেই বাংলাদেশ

পিটারসেনের টেস্ট খেলুড়ে দেশের তালিকায় নেই বাংলাদেশ

ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

ইংল্যান্ডের দুঃখ প্রকাশ, পাকিস্তানে খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

লাল বলের ক্রিকেটকে বিদায় বললেন মঈন আলি

লাল বলের ক্রিকেটকে বিদায় বললেন মঈন আলি

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড