নারী বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ দলে নতুন দুই মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১
নারী বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ দলে নতুন দুই মুখ

ফাইল ফটো

আইসিসি ওয়ানডে নারী বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পাননি দুই অভিজ্ঞ ক্রিকেটার সানজিদা ইসলাম ও পান্না ঘোষ। তবে রাখা হয়েছে নতুন দুই মুখ।

রোববার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে নতুন দুই মুখ হলেন-ফারিহা ইসলাম তৃষ্ণা ও দিশা বিশ্বাস। এছাড়া দলে রয়েছেন একটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সানজিদা আক্তার ও পুজা চক্রবর্তী।

জিম্বাবুয়েতে ১৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ দলের বাছাইপর্বের লড়াই। সেখান থেকে সেরা তিন দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিবে।

বাংলাদেশের মেয়েরা এখনও ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এর আগে দু’বার বাছাইপর্বে পঞ্চম দল হয়ে বাদ পড়েছে।

বিশ্বকাপের মূল পর্বে এবারও জায়গা করে নিতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে সালমা-সুলতানাদের। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ নারী ওয়ানডে দল
সালমা খাতুন, জাহানারা আলম, নিগার সুলতানা জ্যোতি, খুরশিদা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, লতা মণ্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল কুবরা, শারমিন আক্তার, পুজা চক্রবর্তী, দিশা বিশ্বাস।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী ক্রিকেটারদের বেতন-ফি বাড়ালো বিসিবি

নারী ক্রিকেটারদের বেতন-ফি বাড়ালো বিসিবি

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

জ্যোতির সেঞ্চুরি, প্রোটিয়া মেয়েদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

জ্যোতির সেঞ্চুরি, প্রোটিয়া মেয়েদের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ