শেষ ম্যাচে দাপুটে জয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৭ জুলাই ২০২১
শেষ ম্যাচে দাপুটে জয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

শেষ ওয়ানডে ম্যাচটি দুই দলের জন্যই ছিল অঘোষিত ফাইনাল। দুই দলের সামনেই ছিল সিরিজ নিজেদের করে নেয়ার সুযোগ। সেই অঘোষিত ফাইনালে দাপুটে জয় পেলো সফরকারী অস্ট্রেলিয়া। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে অজিরা।

সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামে দুই দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ১৩৩ রানের বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জিতে সিরিজে সমতা আনে।

শেষ ওয়ানডেতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তে্র প্রতিদান দিতে ব্যর্থ হয় ক্যারিবীয় ব্যাটাররা।

ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইস ব্যতীত এদিন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিল বাকি ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এভিন লুইস সর্বাধিক ৫৫ রান করেন।

এছাড়া ড্যারেন ব্রাভোর ১৮, জোসেফের ১৫ ও শাই হোপের ১৪ রানের উপর ভর করে ৪৫.১ ওভারে ১৫২ রান তুলতে সক্ষম হয় তারা।
sportsmail24
অস্ট্রেলিয়ার হয়ে এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন মিচেল স্টার্ক। ৪২ রানের বিনিময়ে তিনি একাই শিকার করেন তিন উইকেট। এছাড়া দুইটি করে উইকেট লাভ করেন জোশ হ্যাজলেউড, অ্যাস্টন এ্যাগার ও এডাম জাম্পা।

১৫৩ রানে ব্যাট করতে নেমে জয় পেতে বেশি কষ্ট করতে হয়নি অস্ট্রেলিয়াকে। দুই ওপেনার জোশ ফিলিপ্পে এবং মইসেস হেনরিকস দ্রুত বিদায় নিলেও দলের হাল ধরেন মিডল অর্ডারের ব্যাটাররা।

ম্যাথু ওয়েডের ৫১, অ্যালেক্স ক্যারির ৩৫ ও মিচেল মার্শ এর ২৯ রানের উপর ভর করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন অ্যাস্টন এ্যাগার। পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত খেলে সিরিজ সেরার পুরস্কার পান অজি পেসার মিচেল স্টার্ক।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাসও

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাসও

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজ

ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে যোগ দিচ্ছেন পৃথ্বী-সুরিয়া

ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলে যোগ দিচ্ছেন পৃথ্বী-সুরিয়া

সুইডেন জাতীয় ক্রিকেট দলে এক বাংলাদেশি

সুইডেন জাতীয় ক্রিকেট দলে এক বাংলাদেশি