বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৬ এএম, ২২ জুলাই ২০২১
বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বোলারদের তালিকায় সেরা দশে ঢুকেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ওপেনার তামিম ইকবাল।

প্রতি সপ্তাহে র‍্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। এবারে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা দশ ব্যাটসম্যানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে অবস্থান করছেন তামিম ইকবাল। এছাড়াও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। র‍্যাঙ্কিংয়ের তার অবস্থান ১৪তম।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে আট নম্বরে অবস্থান করছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ৮ উইকেট শিকার করেন তিনি। এ সিরিজে দুর্দান্ত পারফর্ম করার স্বীকৃতিস্বরুপ র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি।

এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এর ফলে ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন তিনি। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই অবস্থান করছেন সাকিব।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে চার নম্বরে অবস্থান করছেন। জিম্বাবুয়েরর বোলার ব্লেসিং মুজারাবানি ২৩ ধাপ এগিয়ে ৭০তম স্থানে অবস্থান করছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দীপক চাহারের ব্যাটিং নৈপুণ্যে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত

দীপক চাহারের ব্যাটিং নৈপুণ্যে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত

স্টার্ক-হ্যাজলেউডের বোলিং তোপে ক্যারিবিয়ানদের সহজেই হারালো অজিরা

স্টার্ক-হ্যাজলেউডের বোলিং তোপে ক্যারিবিয়ানদের সহজেই হারালো অজিরা

ঈদ শুভেচ্ছায় বাবা-মাকে নিয়ে সুখবর দিলেন মুশফিক

ঈদ শুভেচ্ছায় বাবা-মাকে নিয়ে সুখবর দিলেন মুশফিক

মন্ত্রী হয়েও ক্রিকেট মাঠে মনোজ তিওয়ারি

মন্ত্রী হয়েও ক্রিকেট মাঠে মনোজ তিওয়ারি