টি-টোয়েন্টি ফরম্যাটে ৪-১ ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজে নেমেছিল অস্ট্রেলিয়া। তবে ফরম্যাট বদলাতেই নিজেদের অবস্থা পরিবর্তন করে ফেলেছে অজিরা। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৩৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলেউডের বোলিং তোপে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
বারবাডোজে মঙ্গলবার (২০ জুলাই) টসে জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়া তিন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজায়। ইনিংসের মাঝপথে বৃষ্টি নামায় শেষ পর্যন্ত খেলা নির্ধারিত হয় ৪৯ ওভার। অধিনায়ক অ্যালেক্স ক্যারি এবং অ্যাশটন টার্নারের ব্যাটে ২৫২ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে পাঁচ উইকেট শিকার করেন হেইডেন ওয়ালশ। এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেন আকিল হোসেন এবং আলজারি জোসেফ।
২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের উইকেটে টিকতেই দেননি দুই অজি পেসার মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলেউড। আট ওভারে ২৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ পর্যন্ত ৮ ওভারে একটি মেইডেন সাথে ৪৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন স্টার্ক। এছাড়াও হ্যাজলেউড ৬ ওভারে ১১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। তাদের দুইজনের বোলিং তোপে আড়াল হয় প্রথম ইনিংসে হেইডেন ওয়ালশের শিকার করা ৫ উইকেট।
দুই অভিষিক্ত ওপেনার জশ ফিলিপ এবং বেন ম্যাকডারমট দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। এরপর ৪ উইকেটে ১১৪ রান হারিয়ে বসলে দলের হাল ধরেন অ্যালেক্স ক্যারি এবং অ্যাশটন টার্নার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক কাইরন পোলার্ড ৫৬ রান করেছিলেন। বাকিরা কেউ অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। তাই শেষ পর্যন্ত ১২৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]