সাকিবের সাথে খেলে ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে সাইফউদ্দিনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ এএম, ২০ জুলাই ২০২১
সাকিবের সাথে খেলে ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে সাইফউদ্দিনের

ছোটবেলা থেকেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে জুটি গড়ে ম্যাচ জেতানোর স্বপ্ন ছিল বলে জানিয়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাকিবের সাথে দুর্দান্ত এক জুটিতে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন সাইফউদ্দিন। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পাশাপাশি সিরিজ জয়ও নিশ্চিত করেছে বাংলাদেশ।

রোববার (১৮ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে যান সাকিব আল হাসান। শেষের দিকে এসে সাকিবকে যোগ্য সঙ্গ দেন অলরাউন্ডার সাইফউদ্দিন। শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই মাঠ ছাড়েন সাকিব-সাইফউদ্দিন।

সোমবার (১৯ জুলাই) সাইফউদ্দিন জানান, ছোটবেলা থেকেই সাকিবের সাথে জুটি গড়ে ম্যাচ জেতানোর স্বপ্ন দেখতেন। তিনি বলেন, ‘আমি যখন নামি ৬৯ রানের মত দরকার ছিল। সত্যি বলতে ছোটকাল থেকেই স্বপ্ন ছিল ওনার (সাকিব) সাথে খেলা এবং পার্টনারশিপ করে ম্যাচ জেতানো। আমি হয়তোবা আগেও কয়েকবার বলেছি । তবে সেটা কালকে হয়েছে। স্মরণীয় করে রাখার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। ’

ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে গিয়ে বড় শট খেলেননি সাইফউদ্দিন। তিনি বলেন, ‘অনেক সময় লুজ বল পেয়েছি। আবার অনেক সময় দলের প্রয়োজনে ডট খেলতে হয়েছে। বড় শট খেলি নাই। দলের জন্য যা দরকার ছিল সে অনুযায়ী চেষ্টা করেছি।’

এছাড়াও সাকিব ক্রিজে থাকায় ব্যাটিং করাটা সহজ হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘আলহামদুল্লিলাহ সাকিব ভাই যথেষ্ট সাপোর্ট দিয়েছে। এ কারণে আমার জন্য কাজটা সহজ হয়েছে।’

৮ম উইকেট জুটিতে সাকিবের সাথে ৬৯ রানের জুটি গড়েন সাইফউদ্দিন। যেখানে তার অবদান ছিল ৩৪ বলে ২৮ রান। সাকিবের সাথে ব্যাটিং করে ম্যাচ জেতাতে চাইলেও তিনি চান না অন্য ব্যাটসম্যানরা দ্রুত ড্রেসিংরুমে ফিরুক। তবে সুযোগ পেলেই নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিতে চান তিনি।

সাইফউদ্দিন বলেন, ‘অবশ্যই এ সুযোগ সবসময় আসে না। আমি অবশ্যই চাবো না যে সবাই আউট হয়ে যাক। যেহেতু সুযোগ এসেছে তাই গতকালকে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছি। কিছুটা হলেও নিজের ব্যাটিং অ্যাবিলিটি দেখাতে পেরেছি।’

দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি তরুণ এ অলরাউন্ডার। বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো আমার ছোট কন্ট্রিবিউশনে দল জিতেছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পরিশ্রম ছিল, ছিল মনের সাথে লড়াই : সাকিব

পরিশ্রম ছিল, ছিল মনের সাথে লড়াই : সাকিব

সাকিব-সাইফউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ তামিম

সাকিব-সাইফউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ তামিম

বাংলাদেশের পক্ষে যত হিট উইকেট

বাংলাদেশের পক্ষে যত হিট উইকেট

অভিজ্ঞ সাকিবে পরাস্ত জিম্বাবুয়ে, সিরিজ বাংলাদেশের

অভিজ্ঞ সাকিবে পরাস্ত জিম্বাবুয়ে, সিরিজ বাংলাদেশের