সাকিব-সাইফউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৯ জুলাই ২০২১
সাকিব-সাইফউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ তামিম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটে বলে ভালো করলেও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে সাকিব আল হাসান ছাড়া বাকিরা সবাই যাওয়া আসার মিছিলে ছিল। তবুও ম্যাচ জিতে বেশ খুশি বাংলাদেশি কাপ্তান তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় সিরিজ জিতলেন তামিম।

হারারেতে রোববার (১৮ জুলাই) টসে হেরে প্রথমে বোলিং করে বাংলাদেশ। প্রথম দিনের মত এদিনও বোলাররা নিজেদের কাজ বেশ ভালোভাবে সামলেছে। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে।

২৪০ রানে জিম্বাবুয়েকে আটকে রাখতে পারার কৃতিত্ব পুরোটাই বোলারদের দিয়েছেন অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘হ্যাঁ, ২৪০ রানের মধ্যে আটকে রাখতে পারাটা বেশ ভালো একটা কাজ ছিল। আমার মনে হয় উইকেটের আগের ম্যাচের থেকে ভালো ছিল। প্রথম ইনিংসের পরই ভালোভাবে বোঝা গেছে। বোলাররা ভালো বল করেছে।’

তবে ২৪১ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব ছাড়া কেউ উইকেটে থিতু হতে পারেননি। যতটা না বোলারদের কৃতিত্বে আউট হয়েছেন তারা তার থেকে নিজেদের ব্যর্থতা বেশি ছিল। এ বিষয়ে তামিম বলেন, ‘আমরা ব্যাটসম্যানরা আরও ভালো করতে পারতাম। ’

ইনিংসের শেষের দিকে এসে সাকিবকে যোগ্য সঙ্গ দেন অলরাউন্ডার সাইফউদ্দিন। শেষ পর্যন্ত সাকিব এবং সাইফউদ্দিনের ব্যাটে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে দুইজনকেই প্রশংসায় ভাসিয়েছেন তামিম। তিনি বলেন, ‘আজকে অনেকগুলো সহজ আউট হয়েছিল। তবে সাকিব এবং সাইফউদ্দিন বেশ ভালোভাবে ব্যাটিং করেছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পরিশ্রম ছিল, ছিল মনের সাথে লড়াই : সাকিব

পরিশ্রম ছিল, ছিল মনের সাথে লড়াই : সাকিব

অভিজ্ঞ সাকিবে পরাস্ত জিম্বাবুয়ে, সিরিজ বাংলাদেশের

অভিজ্ঞ সাকিবে পরাস্ত জিম্বাবুয়ে, সিরিজ বাংলাদেশের

বাংলাদেশের পক্ষে যত হিট উইকেট

বাংলাদেশের পক্ষে যত হিট উইকেট

শ্রীলঙ্কা-ভারত ম্যাচে ৩ অভিষেক

শ্রীলঙ্কা-ভারত ম্যাচে ৩ অভিষেক