শ্রীলঙ্কার বিপক্ষে অবশেষে মাঠে নামলো ভারত। ভারতের মূল দল ইংল্যান্ডে থাকায় অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারত। কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
রবিবার (১৮ জুলাই) শ্রীলঙ্কা-ভারত ম্যাচে অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের। এদিন ভারতের হয়ে অভিষেক হয় দুই ক্রিকেটারের। আর শ্রীলঙ্কার হয়ে অভিষেক ঘটে একজনের।
Bhanuka Rajapaksa to debut!
— Sri Lanka Cricket ???????? (@OfficialSLC) July 18, 2021
COME ON BHANU! #SLvIND pic.twitter.com/g0MtS8OEJq
ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের অভিষেক হয় লংকানদের বিপক্ষে। আর শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকসের অভিষেক হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯১ রান করেছে। এখন পর্যন্ত ভারতের হয়ে কুলদীপ ইয়াদভ দুইটি ও চাহাল একটি উইকেট নিয়েছে।
ভারতীয় একাদশ
শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃত্থি শ, ইশান কিষান, সূর্যকুমার যাদব, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, কুলদ্বীপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল।
শ্রীলঙ্কা একাদশ
আভিষ্কা ফার্নান্ডো, মিনোদ ভানুকা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, ইসুরু উদানা, দুশমন্ত চামিরা, লাকসান সান্দাকান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]