তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ম্যাচের ন্যায় এই ম্যাচও খেলছেন না পেসার মোস্তাফিজুর রহমান।
আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ এ সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। বিসিবি পাঠানো এক ভিডিও বার্তায় শনিবার (১৭ জুলাই) অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন ইনজুরি আক্রান্ত মোস্তাফিজের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। তাই একাদশে নেই মোস্তাফিজ।
প্রথম ম্যাচে বোলিং নিয়ে সন্তুষ্ট হলেও টাইগার অধিনায়কের চিন্তা দলের টপ অর্ডার ব্যাটারদের নিয়ে। দ্বিতীয় ম্যাচে দলের সিনিয়র কাউকে এক্ষেত্রে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। অধিনায়ক স্বয়ং কিংবা সাকিব আল হাসান যদি বড় ইনিংস খেলতে পারে তা দলের জন্যই ভালো হবে বলে বিসিবি পাঠানো এক ভিডিও বার্তায় জানান তামিম।
ওয়ানডে সিরিজের আগে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানে জয় তুলে নিয়েছে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ
তিনাশে কামুনুকামে, তাদিওয়ানাশে মারুমানি, রেজিস চাকাবভা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ডিওন মায়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেব্রে, লুক জোঙ্গে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]