জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে লিটন তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। লিটনের এমন ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ার পর জয় তুলে নিয়েছে বাংলাদেম। খেলা শেষে ম্যাচ সেরা ক্রিকেটার লিটন জানালেন, নিজের ব্যাটিং নিয়ে তৃপ্ত তিনি।
শুক্রবার (১৬ জুলাই) হারারেতে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ড্রেসিংরুমের পথ ধরেন কাপ্তান তামিম ইকবাল। এরপর সাকিব কিছুটা চেষ্টা করলে তিনিও ফিরে যান।
স্কোর বোর্ডে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে উইকেটে থিতু হয়েছিলেন ওপেনার লিটন দাস। সতীর্থদের যাওয়া আসার মাঝেই নিজেকে সামলে রেখে ব্যাটিং করেছিলেন তিনি।
ইনিংসের শুরুর দিকে পেস এবং ভ্যারিয়েশনের সুবিধা বেশ ভালোভাবেই আদায় করেছিল জিম্বাবুইয়ান পেসাররা। তবে শেষ পর্যন্ত ১০২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লিটন দাস।
ম্যাচ শেষে ম্যাচের সেরা ক্রিকেটার লিটন বলেন, ‘আমি খুশি। প্রথমে বোলাররা সুবিধা পাচ্ছিলো, তবে ১৫-২০ ওভার ভালোভাবে সামলাতে পেরেছি। এরপর উইকেট ব্যাটিংয়ের জন্য সুবিধাজনক হয়। তখন সহজেই ব্যাটিং করতে পেরেছি।’
৭৪ রানের ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে তোলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন দাস। পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৯৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদের সাথে জুটিই বড় রান করতে সাহায্য করছে বলে জানান লিটন।
তিনি বলেন, ‘আপনার পাশে সিনিয়র ক্রিকেটার থাকলে আপনি বেশি সুবিধা পাবেন, এটা স্বাভাবিক। রিয়াদ ভাই আমাকে সমর্থন দিয়েছেন। এটা আমার জন্য জরুরি ছিল।’
ব্যাটিং করলেও ফিল্ডিংয়ে নামেননি লিটন। তার পরিবর্তে পুরো ম্যাচে কিপিং করেছেন বদলি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তবে পরের ম্যাচে খেলতে পারবেন বলে আশাবাদী লিটন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]