ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। তাতে কী, সেটি যেন পুষিয়ে দিলেন বল হাতে। ব্যাট হাতে লিটন দাসের সেঞ্চুরির পর বল হাতে সাকিবের ঘূর্ণিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের রেকর্ড ব্যবধানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
স্বাগতিক জিম্বাবুয়েকে ১২১ রানে অলআউট করেছে বাংলাদেশ। যা নিজেদের মাটিতে জিম্বাবুয়ের করা সর্বনিম্ন রানের স্কোর। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।
শুক্রবার (১৬ জুলাই) টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। ব্যাট হাতে সেঞ্চুরি (১০২) করেন ওপেনার লিটন কুমার দাস।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে ২৮ দশমিক ৫ ওভারেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের ১২১ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৫ উইকেট শিকার করেছেন সাকিব। ৯ দশমিক ৫ ওভার বল করে তিন মেডেনে ৩০ রান দিয়েছেন তিনি।
সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরের উইকেট দিয়ে শুরু করা সাকিব থামেন জিম্বাবুয়েকে হারের স্বাদ দিয়ে।
২৮ দশমিক ৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন রেগিস চাকাভা। এছাড়া বাকি সবাই ছিলেন যাওয়া-আসার মাঝে। টিমিসেন মারুম আঘাত জনিত অনুপস্থিত ছিলেন, ফলে তিনি আর ব্যাট করতে নামেননি।
বল হাতে সাকিব আল হাসানের ৫ উইকেট ছাড়া তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেছেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে বাংলাদেশও শুরুতে বিপর্যয়ে পড়েছিল। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন খাদের কিণারায় তখন ব্যাট হাতে হাল ধরে ওপেনার লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ৯৩ রানের জুটি গড়ে রিয়াদ ফিরে গেলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লিটন।
মাহমুদউল্লাহ রিয়াদের ৩৩ রানের পর ব্যাট হাতে ১০২ রানে সাজঘরে ফিরেন লিটন। দলের বিপর্যয়ে দায়িত্বশীল এমন ব্যাটিয় করার ম্যাচ সেরা পুরস্কারও উঠেছে লিটনের হাতে।
মাহমুদউল্লাহ-লিটনের চলে যাওয়ার পর দলকে বড় সংগ্রহের পথে ভূমিকা রাখের আফিফ হোসেন এবং মেহেদী মিরাজ। সাজঘরে ফেরার আগে আফিফ ৪৫ এবং মিরাজ ২৬ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৭৬/৯ (লিটন ১০২, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬; মুজরাবানি ১০-২-৪৭-২, চাতারা ১০-১-৪৯-১, এনগারাভা ১০-১-৬১-২, জঙ্গুয়ে ৯-০-৫১-৩)
জিম্বাবুয়ে : ২৮.৫ ওভারে ১২১ (মায়ার্স ১৮, চাকাভা ৫৪, বার্ল ৬, জঙ্গুয়ে ০, মুজরাবানি ২, চাতারা ২*, মারুমা আহত অনুপস্থিত; তাসকিন ৫-০-২২-১, সাইফ ৪-০-২৩-১, সাকিব ৯.৫-০-৩০-৫, শরিফুল ৬-০-২৮-১)।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]