বড় দলগুলোর বিপক্ষে ‘বড় আত্মবিশ্বাস পায়’ আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৫ পিএম, ১৪ জুলাই ২০২১
বড় দলগুলোর বিপক্ষে ‘বড় আত্মবিশ্বাস পায়’ আয়ারল্যান্ড

ঘরের মাঠে শক্তির বিচারে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ রানের বড় জয় পায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবিরিন জানান, বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে তারা ভালো খেলা উপহার দিতে চান। আত্মবিশ্বাসই বড় দলগুলোর বিপক্ষে বড় পুঁজি বলেও জানান তিনি। 

বড় দলগুলোর থেকে আয়ারল্যান্ডের ক্রিকেট অনেক পিছিয়ে আছে সেটা জানেন অ্যান্ডি বালবিরিনও। বড় দলগুলোর সুযোগ সুবিধা, তাছাড়া বাইরের লিগে তাদের খেলোয়াড়েরা অংশ নেয়ার ফলে যে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয় সেগুলো থেকে বঞ্চিত আইরিশ খেলোয়াড়েরা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানো আইরিশ অধিনায়ক চান ধারাবাহিত পারফর্ম করতে।

তিনি বলেন, 'আমরা বড় দলগুলোকে আগেও হারিয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে কখনো হারানো হয়নি। তাদের মতো আমাদের ওই রকম খেলোয়াড় নেই। এমনকি তাদের মতো সুযোগ সুবিধা থেকেও আমরা বঞ্চিত। আফ্রিকার অনেক ক্রিকেটারেরই আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে, যেটি আমাদের নেই।'

মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব, সুযোগ সুবিধার অভাব সব কিছুকে দূরে ছাপিয়ে বড় দলগুলোর বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসই বড় পূঁজি আইরিশ খেলোয়াড়দের জন্য এমনটাই জানালেন বালবিরিন। তিনি বলেন, 'যখন আমরা বড় দলগুলোর বিপক্ষে খেলি আমরা নিজেদের শতভাগ দেয়ার চেষ্টা করি। তাদের সাথে আমরা মাঝে মাঝে জয় পাচ্ছি, কিন্তু সিরিজ জয় পেলে ভালো হতো। প্রমাণ করতো যে আমাদেরও উন্নতি হচ্ছে।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হওয়ায় ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো আয়ারল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে এই জয় প্রমাণ করে এখনও নিজেদের দিনে যে কোন অঘটন ঘটানোর সামর্থ্য আয়ারল্যান্ডের রয়েছে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখালো আয়ারল্যান্ড

রেকর্ড গড়েও ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

রেকর্ড গড়েও ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

ধারাবাহিক হলেই জাতীয় দলে নিয়মিত হওয়া যাবে : মোসাদ্দেক

ধারাবাহিক হলেই জাতীয় দলে নিয়মিত হওয়া যাবে : মোসাদ্দেক

সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক

সিদ্ধান্ত পরিবর্তন, টি-টোয়েন্টি খেলবেন মুশফিক