তিন নিষেধাজ্ঞায় শ্রীলঙ্কা দলে তিন অভিষেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫১ এএম, ৩০ জুন ২০২১
তিন নিষেধাজ্ঞায় শ্রীলঙ্কা দলে তিন অভিষেক

মাঠের পারফর্মেন্সে একের পর এক ব্যর্থতা সাথে মাঠের বাইরের বিভিন্ন বিতর্কিত ঘটনায় টালমাটাল শ্রীলঙ্কার ক্রিকেট। এমন অবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। মাঠের বাইরের বিতর্কিত ঘটনায় নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটারের পরিবর্তে দলে এসেছেন নতুন তিন ক্রিকেটার।

মঙ্গলবার (২৯ জুন) চেষ্টার লি স্ট্রিটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার দলে নেই বায়োবাবল ভাঙার দায়ে নিষিদ্ধ হওয়া কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা এবং দানুষ্কা গুণাথিলাকা ওয়ানডে সিরিজে থাকছেন না।

বোরবার (২৭ জুন) বায়োবাবল ছেড়ে বের হয়েছিলেন শ্রীলঙ্কার তিন তারকা ক্রিকেটার। বায়োবাবল ভাঙার দায়ে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পাশাপাশি তাদেরকে দেশে জরুরী তলবও করেছে।

আরও পড়ুন> লঙ্কান ক্রিকেটাররা ইংল্যান্ডের রাস্তায়, তদন্তের মুখোমুখি

বায়োবাবল ভাঙার দায়ে তিন ক্রিকেটার নিষিদ্ধ হওয়ায় একাদশ নিয়ে শ্রীলঙ্কাকে বেশ ঝামেলায় পড়তে হয়েছে। টসের সময় এ কথা স্বীকার করেছেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। তবে তরুণ ক্রিকেটারদের জন্য এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।

কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা এবং গুণাথিলাকার নিষেধাজ্ঞার কারণে দলে এসেছেন চারিথ আশালাঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা এবং ধনঞ্জয়া লাকশান। এছাড়াও ইংল্যান্ডের পক্ষে ১৫০তম ওয়ানডে খেলতে নেমেছেন জো রুট এবং ৫০তম ওয়ানডেতে মাঠে নেমেছেন ডেভিড উইলি।

শ্রীলঙ্কা একাদশ
কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, রমেশ মেন্ডিস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, ধনঞ্জয় লাকশান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামিরা এবং প্রবীন জয়াবিক্রম।

ইংল্যান্ড একাদশ
লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান, স্যাম বিলিংস, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবসর নেব না, এখনও ২৪টি বল করতে পারি : মালিঙ্গা

অবসর নেব না, এখনও ২৪টি বল করতে পারি : মালিঙ্গা

বিশ্বকাপ আয়োজনে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় ছিল ভারত

বিশ্বকাপ আয়োজনে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় ছিল ভারত

ফার্নান্দোর ইংল্যান্ড সফর শেষ

ফার্নান্দোর ইংল্যান্ড সফর শেষ

মাতৃত্বকালীন ছুটিতে থেকেও পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বিসমাহ মারুফ

মাতৃত্বকালীন ছুটিতে থেকেও পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে বিসমাহ মারুফ