শ্রীলঙ্কা সিরিজে ইংল্যান্ড দলে নতুন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ পিএম, ২০ জুন ২০২১
শ্রীলঙ্কা সিরিজে ইংল্যান্ড দলে নতুন মুখ

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারে মত ডাক পেয়েছেন সাসেক্স পেসার জর্জ গার্টন।

সাসেক্সের হয়ে নিয়মিত দূর্দান্ত পারফর্ম করার পুরষ্কার স্বরুপ দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার গার্টন। তবে ইনজুরির কারণে দলে জায়গা পাননি নিয়মিত মুখ জোফরা আর্চার, সাকিব মাহমুদ এবং রিস টপেল।

২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড দল নতুন দল গড়ে তোলার কাজ শুরু করেছে। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে বেশ গুরুত্বের সাথে দেখছেন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড। তিনি বলেন, '২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে দলকে আমরা দল সাজাচ্ছি। দলে কিছু ইনজুরি সমস্যা থাকলেও সব বিভাগকে গুরুত্ব দিয়েই দল সাজানো হয়েছে।'

ইনজুরি কাটিয়ে নিজ কাউন্টি দল ডারহামের অনুশীলনে ফিরেছেন বেন স্টোকস। তবে ঝুঁকি নিতে না চাওয়ায় তাকে দলে রাখেনি ইংলিশ টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্টের আশা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরবেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে চলতি মাসের ২৯ জুন। আর সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ এবং ৪ জুলাই।

ইংল্যান্ড স্কোয়াড

ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, লিয়াম ডসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে শূন্যে ভাসলো টেস্ট চ্যাম্পিয়নশিপের টস কয়েন

অবশেষে শূন্যে ভাসলো টেস্ট চ্যাম্পিয়নশিপের টস কয়েন

ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তা, ফিল্ডিং নিয়ে নির্ভার মিসবাহ

ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তা, ফিল্ডিং নিয়ে নির্ভার মিসবাহ

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত

কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটারদের সূচি চূড়ান্ত

ওয়ানডেকে বিদায় বললেন কেভিন ও'ব্রায়েন

ওয়ানডেকে বিদায় বললেন কেভিন ও'ব্রায়েন