ওয়ানডে ওভারের ক্রিকেটকে বিদায় জানালেন আইরিশ অলরাউন্ডার কেভিন ও'ব্রায়েন। আজকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
৩৭ বছর বয়সী তারকা অলরাউন্ডার কেভিন ও'ব্রায়েন আয়ারল্যান্ড অন্যতম বড় বিজ্ঞাপণ। তিনি আয়ারল্যান্ডের হয়ে ১৫৩ ওয়ানডেতে মাঠে নেমেছিলেন। ওয়ানডে ২৯.৪১ গড়ে করেছেন ৩,৬১৮ রান এবং বল হাতে শিকার করেছেন ১১৪ উইকেট। আইরিশদের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি। আইরিশদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ উইকেট শিকার করেছেন বয়েড র্যাঙ্কিং।
: O’BRIEN RETIRES FROM ODIs
— Cricket Ireland (@cricketireland) June 18, 2021
Kevin O’Brien has today announced his retirement from ODI cricket. He will concentrate on T20Is and hopes to add to his Test caps.
Story: https://t.co/ynSnXEzXGf#ThanksKev pic.twitter.com/nFk15TmqS8
অধিনায়ক হিসেবে চার ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন কেভিন ও'ব্রায়েন। এর মধ্যে তিন ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন তিনি। এছাড়াও তার স্মরণীয় ইনিংস ছিল ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডকে জয় এনে দেওয়া ইনিংস। এ ম্যাচে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যা কিনা বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।
ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেও আইরিশদের জার্সি এখনই তুলে রাখেছেন না কেভিন ও'ব্রায়েন। আইরিশদের হয়ে টি-টোয়েন্টি এবং টেস্টে তাকে দেখা যাবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]