স্কটল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ পিএম, ২১ মার্চ ২০১৮
স্কটল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

ছবি : ক্রিকইনফো

মাত্র ১৯৮ রানের পুঁজি। তাতে কী? বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এ পুঁজি নিয়েই স্কটল্যান্ডকে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার হারারেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে স্কটল্যান্ডকে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে হারায় জেসন হোল্ডারের দল। তাতে বাছাইপর্বের সুুপার সিক্স পেরিয়ে বিশ্বকাপে পা রাখলো ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বৃষ্টির সঙ্গে চোখের জল মিশিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা এবারের মতো ভাসিয়ে দিল স্কটল্যান্ড।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে আট দল। বাকি দুই দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। বিদায় নিশ্চিত হয়ে গেছে স্কটিশদের। ফাইনালে খেলা দুই দলই বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে।
ICC

এভিন লুইসের ৬৬ আর মারলন স্যামুয়েলসের ৫১ রানে ভর করে ১৯৮ রান তুলতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নামা ৩৫.২ ওভারে স্কটল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ১২৫ রান। অর্থাৎ শেষ ৮৮ বলে স্কটিশদের দরকার ছিল ৭৪ রান। এ সময়ই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। ম্যাচটি আর শুরু করা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে আফগানিস্তান আর আয়ারল্যান্ডের বিশ্বকাপ খেলার স্বপ্ন বেঁচে রইলো। বৃহস্পতিবার আরব আমিরাত এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে আক্রান্ত হলে ভালো সুযোগ থাকবে তাদের। যদি এই ম্যাচে ফল না হয়, তবে নেট রানরেটের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হবে এক দল।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি-সাকিবদের দায়িত্ব নিচ্ছেন কে?

মাশরাফি-সাকিবদের দায়িত্ব নিচ্ছেন কে?

জুনে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ভ্যেনু ভারত

জুনে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ভ্যেনু ভারত

অর্ধযুগ পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড

অর্ধযুগ পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড

আপিলে রাবাদার জয়, কেপটাউনে খেলার বাধা কাটলো

আপিলে রাবাদার জয়, কেপটাউনে খেলার বাধা কাটলো