ওয়ানডে ক্রিকেটে বল হাতে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে তাসকিনের দখলে ছিল ৪৮ উইকেট। শেষ ম্যাচে লঙ্কানদে বিপক্ষে ৯ ওভারে ৪৬ রান দিয়ে তাসকিন শিকার করেন ৪ উইকেট নেন। এ ইনিংস শেষে ওয়ানডে ক্রিকেটে তাসকিনের শিকারের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ উইকেট।
৫০তম উইকেটের স্বাদ নিতে তাসকিনের খেলতে হয়েছে ৩৯ ম্যাচ। দ্রুত ৫০ উইকেট শিকারের তালিকায় বাংলাদেশের পক্ষে যৌথভাবে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন তাসকিন। তার পাশেই আছেন সাবেক বা-হাতি পেসার সৈয়দ রাসেল।
এ তালিকায় সেরার কাতারে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে মাত্র ২৭ ম্যাচ খেলেছিলেন ফিজ। আর দ্বিতীয় দ্রুততম উইকেট বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। ৩২তম ম্যাচে ৫০ উইকেট শিকার করেন রাজ্জাক।
ওয়ানডে ক্রিকেট ছাড়া টেস্ট ক্রিকেটে ৭ ম্যাচে ১৫ এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ২১ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]