টাইগারদের দৃষ্টি এবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ পিএম, ২৮ মে ২০২১
টাইগারদের দৃষ্টি এবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। ঘরের মাঠে এবার লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য টাইগারদের। সেই লক্ষ্য নিয়েই সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচের ন্যায় তৃতীয় ও শেষ ম্যাচটিও অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ শুক্রবার (২৮ মে) দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ম্যাচ ৩৩ রানে জিতেছে বাংলাদেশ। পরেরটি বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। ২০১৫ সাল থেকে ১১টির মধ্যে এই নিয়ে ১০মবারের মতো সিরিজ জিতলো বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই প্রথম সিরিজ জয়।

সিরিজ নিশ্চিত হলেও শেষ ম্যাচে গুরুত্ব কম নয়। কারণ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে সিরিজের প্রতি ম্যাচের পয়েন্টে গুরুত্ব অনেক বেশি। ফলে দু’দলের কাছেই এ ম্যাচের গুরুত্ব অনেক বেশি।

বাংলাদেশের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ, পরের সিরিজটি বাংলাদেশকে বিদেশের মাটিতে খেলতে হবে।বিদেশের মাটিতে টাইগার দলের যে রেকর্ড, তাতে পয়েন্ট অর্জন করা খুবই কঠিন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতলেও নিজেদের পারফরমেন্সে খুশি নয় বাংলাদেশ দল। অনভিজ্ঞ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার উপায় খুঁজছে বাংলাদেশ। অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে নতুন অধিনায়ক হিসেবে কুশল পেরেরার উপর আস্থা রাখে লঙ্কানরা।

দুই সিনিয়র খেলোয়াড় অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের সহায়তায় প্রথম দুই ম্যাচেই বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মুশফিকুর রহিম। তবে সর্বশেষ দুই সিরিজ মিস করা সাকিব আল হাসান দলে ফিরে এখনো নিজেদের মেলে ধরতে পারেননি।

অন্যদিকে, সিরিজ হার নিশ্চিত করার পর শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় শ্রীলঙ্কা। গত দুই ম্যাচে ভালো অবস্থায় থেকেও অভিজ্ঞতার অভাবে লড়াই করতে পারেনি তারা। এমনটাই মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা।

পেরেরা বলেছেন, ‘এটি খুবই হতাশার। অভিজ্ঞতার অভাব আমাদের সমস্যায় ফেলেছে। দুই ম্যাচেই মিডল-অর্ডারের ব্যর্থতা আমাদের ভুগিয়েছে। আমাদের খেলোয়াড়দের নিজেদের শক্তি-সামর্থ্য ও বিশ্বাসের ওপর আস্থা রাখতে হবে এবং ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।’

এদিকে, বাংলাদেশ সিরিজ জিতলেও পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা। ওয়ানডে ফরম্যাটে ৫০ ম্যাচে ৩৯টিতে জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছে মাত্র ৯টি ম্যাচ। এর মধ্যে শেষের দুই ম্যাচও আছে। বাকি দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির শঙ্কাও

বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির শঙ্কাও

শঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন : মুুুশফিক

শঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন : মুুুশফিক

‘সাকিব ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান, এটা হাসির বিষয় না’

‘সাকিব ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান, এটা হাসির বিষয় না’

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ

সিনিয়রদের থেকে যত দ্রুত শিখবো তত ভালো ক্রিকেটার হবো : মিরাজ