ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের পর এবার লংকানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশ দলের। সেই লক্ষ্য পূরণের লক্ষ্যে শুক্রবার (২৮ মে) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বেলা একটায় মাঠে নামছে সাকিব-মুশফিক-রিয়াদরা। সিরিজ জয় নিশ্চিত হলেও, মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন এখনও নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ মে) দলগত অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রিয়াদ জানান, বাংলাদেশ দল এখনও তাদের সেরা খেলাটা খেলতে পারেনি। ব্যাটিং এবং বোলিংয়ে বাংলাদেশ দলের আরও ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন রিয়াদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, 'আমি মনে করি ব্যাটিং বা বোলিং কোনোটাতেই আমরা আমাদের সেরা খেলাটা এখনও খেলতে পারিনি। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। ইন শা আল্লাহ আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেস্টা করবো।'
মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন, শেষদিকের ওভারগুলোতে বাংলাদেশ দল এখনও সেভাবে রান তুলতে পারেনি। এ দিকে আরও দলের উন্নতি করা দরকার বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে রিয়াদ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি, মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারে স্লগ ওভারে আমরা সেভাবে রান তুলতে পারেনি। আমাদের এ জিনিসগুলো নিয়ে আরও কাজ করতে হবে।'
অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসমান সিরিজের শেষ ওয়ানডেতে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। বাংলাদেশ টস জিততে পারলে খুব ভালো হবে বলেও মনে করেন তিনি।
টসের ব্যাপারে রিয়াদ বলেন, 'টস টা বেশ গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচেই টস একটা ফ্যাক্টর ছিল। আশা করি ইন শা আল্লাহ তামিম টস জিতবে এবং আমাদের ইনিংসটা ভালো শুরু করতে পারব। '
প্রকৃতপক্ষে রিয়াদ টস জয়ের কথা বললেও ম্যাচ জিতে লংকানদের হোয়াইটওয়াশ করতে যে বাংলাদেশ দল বদ্ধপরিকর থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]