আইসিসি বোলার র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ এএম, ২৭ মে ২০২১
আইসিসি বোলার র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মিরাজ

আইসিসি ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে অবস্থান করছেন বাংলাদেশি অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। তৃতীয় বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদে সেরা দুইয়ে উঠেছেন তিনি।

বাংলাদেশি বোলারদের মধ্যে এর আগে কেবল মাত্র আব্দুর রাজ্জাক এবং সাকিব আল হাসান আইসিসি বোলার র‍্যাঙ্কিংয়ে তিন নাম্বারে উঠেছিলেন। ২০১০ সালে অলরাউন্ডার সাকিব আল হাসান বোলার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিলেন আর বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২০০৯ সালে দুই নম্বরে উঠেছিলেন।

চলমান শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সাত উইকেট শিকার করেছেন মিরাজ। সিরিজে দুর্দান্ত বোলিং করার পুরষ্কার স্বরুপ ক্যারিয়ার সেরা ৭২৫ রেটিং অর্জন করেছেন তিনি। এ রেটিং পয়েন্ট নিয়ে পিছনে ফেলেছেন মুজিব উর রহমান, জাসপ্রিত বুমরাহ এবং ম্যাট হেনরিকে।

চলতি শ্রীলঙ্কা সিরিজে প্রথম ওয়ানডেতে ৩০ রান দিয়ে ৪ উইকেট এবং দ্বিতীয় ওয়ানডেতে ২৮ রানে ৩ উইকেট শিকার করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ওয়ানডে উইকেট শিকারী বোলার হিসেবে কার্যকর ছিলেন না তিনি। তবে, বছরের শুরু থেকে বোলিং রান আটকানোর পাশাপাশি নিয়মিত উইকেট শিকার করছেন তিনি।

মিরাজ তার দুর্দান্ত পারফর্মেন্সের কারণে বছরের শুরুতে ওয়ানডে বোলার র‍্যাঙ্কিংয়ে সেরা দশে এসেছিলেন। এবার সেখান থেকে এগিয়ে শীর্ষে উঠার লড়াইয়ে আছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে টপকালো মুশফিক, মাশরাফি-ওয়াসিমকে ছুঁলো সাকিব

সাকিবকে টপকালো মুশফিক, মাশরাফি-ওয়াসিমকে ছুঁলো সাকিব

যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

যেভাবে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

ডিপিএলের বায়ো-বাবল পাঁচ তারকা হোটেলে

ডিপিএলের বায়ো-বাবল পাঁচ তারকা হোটেলে