সাগরে নিম্নচাপ, পূর্বাভাস ছিল আগেই। তবে মিরপুরে যখন খেলা শুরু হয় তখনও প্রখর রোদ। সেই মতো টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সবই ঠিক চলছিল। তবে ইনিংসের ৪২তম ওভারে হানা দেয় বৃষ্টি। এরর আবারও খেলা শুরু হলেও তা স্থায়ী হয়নি। দ্বিতীয় বারও বন্ধ করতে হয় মুশফিকদের ব্যাটিং।
বাংলাদেশ ইনিংসের ৪১ দশমিক ১ ওভার পর থামিয়ে দেওয়া হয় ম্যাচ। বাংলাদেশের সংগ্রহ তখন ৭ উইকেটে ১৯৬ রান।সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৬ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহীম। তার সঙ্গে ৯ম উইকেট জুটির সঙ্গী ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
বৃষ্টিতে খেলা বন্ধ হলেও ওতটা জরালো ছিল না বৃষ্টি। ফলে মাত্র ২৫ মিনিট পরেই শুরু হয় খেলা। আকাশে তখনও ছিল মেঘের আনাগোনা। ঠিক তাই, মাত্র ২০ বল মাঠে গড়ানোর পর আবারও হানা দেয় বৃষ্টি। আবারও বন্ধ হয়ে যায় খেলা।
৪৩ দশমিক ৩ ওভারে দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে যায় মুশফিক-সাইফউদ্দিনদের ব্যাটিং। বাংলাদেশের সংগ্রহে তখন ৭ উইকেটে ২১৩ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে ছিলেন মুশফিকুর রহিম। অন্যপ্রান্তে ৮ রানে অপারাজিত ছিলেন সাইফউদ্দিন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]