নেদারল্যান্ডেসর বিপক্ষে আইসিসি সুপার লিগের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর দলে ফিরেছেন উইলিয়াম পোটারফিল্ড এবং জর্জ ডকরেল। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফেরার দিনে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার কুর্টিস ক্যাম্পার।
আয়ারল্যান্ড দলে ফিরেছেন ২৮ বছর বয়সী পেসার গ্রায়েম ম্যাককার্টার। সর্বশেষ ২০১৫ সালে আয়ারল্যান্ডের জার্সিতে দেখা গিয়েছিলো তাকে। আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত তাকে মাত্র এক ওয়ানডেতে দেখা গেছে।
এছাড়াও দলে ফিরেছেন অভিজ্ঞ উইলিয়াম পোর্টারফিল্ড এবং জর্জ ডকরেল। ২০২০ সালের জানুয়ারীতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন পোর্টারফিল্ড। বাঁহাতি স্পিনার জর্জ ডকরেলকে জাতীয় দলে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে।
১৫ সদস্যের বাইরে করোনার কারণে চারজন স্ট্যান্ডবাই ক্রিকেটার নিয়ে নেদারল্যান্ডস যাবে আইরিশরা। নেদারল্যান্ডস সফরে আইরিশদের তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে।
আয়ারল্যান্ড দল
অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রায়েম ম্যাককার্টার, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার ও ক্রেইগ ইয়াং।
আয়ারল্যান্ডের নেদারল্যান্ড সফরসূচি
প্রথম ওয়ানডে- ২ জুন, উট্রেখটে
দ্বিতীয় ওয়ানডে-৪ জুন,উট্রেখটে
তৃতীয় ওয়ানডে-৭ জুন, উট্রেখটে
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]