পাঁচ ছয়ে ব্যাট করতে চান সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৪ এএম, ২৬ মে ২০২১
পাঁচ ছয়ে ব্যাট করতে চান সাইফউদ্দিন

পেস বোলিংয়ের সাথে স্লগ ওভারে ব্যাটিংটাও বেশ ভালো পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাকেই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে পেয়ে আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। কিন্তু তার ব্যাটিং সামর্থ্য তুলেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তারপরও নিজেকে ব্যাটিং অর্ডারের পাঁচ-ছয়ে দেখতে চান সাইফউদ্দিন। যদিও দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাটিং করতে প্রস্তুত তিনি।

দলের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশ আট নম্বর পজিশনে ব্যাট করেছেন সাইফউদ্দিন। স্লগ ওভারে তার ব্যাটিং রেকর্ড অনুযায়ী বেশ সফল বলে দাবী করা যায়। তবুও হেড কোচের মতে ব্যাটিংয়ে আরও সাবলীল হতে হবে।

জাতীয় দলের হয়ে ২৫ ওয়ানডেতে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এর মধ্যে ১৬ ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেছেন তিনি। এ সময়ে সাত বার অপরাজিত থেকে করেছেন ৩১৫ রান, আর হাফ সেঞ্চুরি দুইটি।

বাস্তবতা মেনে পাঁচ-ছয়ে সাইফউদ্দিনের ব্যাটিং করার কোনো সুযোগ দেখেন না কোচ ডোমিঙ্গো। সাইফউদ্দিন নিজে ছয় নম্বরে ব্যাটিং করতে চাইলেও বাস্তবতা মেনে দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাট করতে চান তিনি।

সোমবার (২৪ মে) এক ভার্চুয়াল সংবাদ সন্মেলনে সাইফউদ্দিন জানান, 'দল যেভাবে চাইবে সেভাবেই প্রস্তুত। সেটা আট নম্বর বা সাত নম্বরে হোক। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে নম্বর ফাইভ সিক্সে ব্যাটিং করতে চাই। যদিও এটা সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। অনেক অভিজ্ঞ বড় ভাইরা আছে। যদি ধারাবাহিকভাবে খেলতে থাকতে পারি ইনশাআল্লাহ সুযোগ আসবে।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রতিপক্ষ হতে পারে ‘ইয়াস’

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রতিপক্ষ হতে পারে ‘ইয়াস’

বাংলাদেশের সামনে নতুন ইতিহাসের হাতছানি

বাংলাদেশের সামনে নতুন ইতিহাসের হাতছানি

কোন শটে কে সেরা, জানালেন সাকিব 

কোন শটে কে সেরা, জানালেন সাকিব 

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা

বার্সেলোনায় ক্রিকেট মাঠ, নেপথ্যে ভারত-পাকিস্তানের মেয়েরা