তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দলের তিন ব্যাটসম্যান পঞ্চাশোর্ধ্ব রান করলেও বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। তবে ব্যাটিংয়ের পর বোলারদের দুর্দান্ত পারফর্ম্যান্সের শ্রীলঙ্কার বিপক্ষে সহজেই জয় পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে ম্যাচের ভ্যালুয়েবল ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের অভিমত, ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছে। সবার ভালো ক্রিকেট খেলায় সহজে জয়ও এসেছে।
রোববার (২৩ মে) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। তবে বল হাতে মিরাজ-মোস্তাফিজের দুর্দান্ত রোলিংয়ে ২২৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তুলনামূলক কম পুঁজি নিয়ে এমন জয়ের পেছনে বিশেষ কোন মোমেন্ট দেখছেন না মিরাজ।
ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছে। প্রত্যেকটা জিনিস ইমপোর্টেন্ট ছিল। আমাদের শুরুটা, তামিম ভাই খুব ভালো শুরু করেছিল। মুশফিক ভাই খুব ভালো ব্যাটিং করেছে। পর পর দুটি উউকেট পরে গেলে রিয়াদ ভাই এবং মুশফিক ভাইয়ের ভালো পার্টনাশীপ টিমের জন্য অনেক ইমপোর্টেন্ট ছিল। এবং শেষের দিকে আফিফের ব্যাটিংটাও ভালো ছিল।’
আরও পড়ুন> মেয়াদ বাড়ছে টাইগার কোচ ডোমিঙ্গোর!
ব্যাটিংয়ের পর বোলারদের পারফর্ম্যান্স ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল। মিরাজ বলেন,‘বোলাররা, আমি হয়তো এক সাইট দিয়ে রানটা কন্ট্রোল করেছি, আরেক সাইট দিয়ে হয়তো রানটা বেড়ে গিয়েছিল। কিন্তু আমি মনে করি, মাঝখানে যে উইকেটগুলো পড়েছে, আমি এবং মোস্তাফিজ ওখানে ভালো বোলিং করেছি এবং সাইফউদ্দিনও। ওভারঅল আমরা সবাই খুব ভালো বোলিং এবং ব্যাটিং করেছি। এ জন্য আমরা ম্যাচটা জিততে পারছি।’
ম্যাচে ১০ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে মিরাজ তুলে নিয়েছেন সর্বোচ্চ ৪টি উইকেট। যার মধ্যে দুটি ওভার আবারও মেডেন ছিল। নিজের এমন বোলিং নিয়ে তিনি বলেন, ‘আমি নেটে বোলিং করছি (অনুশীলন) এবং আমার দেশি কোচ (সোহেল) তার সাথে সবসময় যোগাযোগ আছে। খেলার আগেও তার সাথে কথা বলেছি কিভাবে ভালো হবে। এছাড়া ফাহিম স্যারও আমার বোলিং নিয়ে পরামর্শ দিয়েছেন। আমিও চেষ্টা করেছি তারা যেভাবে গাইডলাইন করেছেন সেভাবে খেলার জন্য। আমি মনে করি, স্যাররা আমায় খুব ভালো গাইড করেছে।’
আরও পড়ুন> ভবিষ্যতের কথা ভেবে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে : ডোমিঙ্গো
২৫৭ রানের সংগ্রহ ছিল। ওয়ানডে ক্রিকেটে তুলনামূলক কম রান নিয়ে জয় পেতে দলের পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘আমার ইনিশিয়াল যে প্ল্যানটা ছিল, যেটা আমি সবসময় করে আসছি এবং আমি চেষ্টা করি ওটাই কন্টিনিউ করতে। রানটা আটকানোর জন্য (বল হাতে), ব্যাটসম্যান যদি ভুল করে তাহলে আমার চান্সটা বেশি থাকবে। আমি ওটাই চেষ্টা করেছি যে, আমি যেন ভালো জায়গায় এবং ডট বল করতে পারি।’
ক্রিকেটের সব ফরম্যাট মিলে টানা দশ ম্যাচ পর জয়ের দেখা পেল বাংলাদেশ। এছাড়া আইসিসি সুপার লিগের পয়েন্টের জন্য এ সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ।
জয় পাওয়া নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই, আমরা লাস্ট অনেক দিনই জিততে পারছিলাম না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (ঘরের মাঠে) ভালো করেছিলাম। বাট টেস্টে আমরা ভালো খেলতে খেলতেও জিততে পারিনি। তারপরও আমি মনে করি, এ ম্যাচটি আমাদের জন্য অনেক ইমপোর্টেন্ট ছিল। ওডিআইতে আমরা সবসময়- আলহামদুল্লিাহ আমরা খুব ভালো ক্রিকেট খেলি এবং এ টিমটা। আমি মনে করি যে, এখানে সবাই ছিল। এ জন্য আরও বেশি ভালো হয়েছে আমাদের।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]