বাংলাদেশের বায়ো-বাবল নিয়ে যা বললো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৪ মে ২০২১
বাংলাদেশের বায়ো-বাবল নিয়ে যা বললো শ্রীলঙ্কা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মাঝে জৈব-সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে নানা ক্রীড়া ইভেন্ট। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। করোানা পরবর্তী ওয়েস্ট ইন্ডিজের পর ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। সফররত দল ছাড়াও নিজ দেশের খেলোয়াড়দের হোটেলে জৈব-সুরক্ষা পরিবেশে রেখে দর্শক শূন্য গ্যালারিতে আয়োজন করছে সিরিজি।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়িয়েছে রোববার (২৩ মে)। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ঘটে যায় নানা কাণ্ড। সকালের দিকে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারসহ তিনজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। যদিও দ্বিতীয় পরীক্ষায় প্রথমে আক্রান্তদের মাঝে দু’জনের করোনা নেগেটিভ আসে।

শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশের আসার পর হোটেল সোনারগাঁওয়ে তিনদিনের ঘরবন্দি কোয়ারেন্টাইন পালন করেছে। কোয়ারেন্টাইন থাকা অবস্থায় দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় চতুর্থ দিন মাঠের অনুশীলনের অনুমতি পায়। তবে ম্যাচ শুরুর দিন করোনা পজিটিভ আশায় ঢাকায় জৈব-সুরক্ষা বলয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। তবে বাংলাদেশের জৈব-সুরক্ষা বলয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেটের টিম ম্যানেজার মানুজা কারিয়াপ্পুরেমা বলেছেন, ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই বোর্ডে মধ্যে বেশ ভালো সম্পর্ক। দুই বোর্ডের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো। আমার কাছে মনে হয় না, বায়ো-বাবলে কোনো সমস্যা আছে।’

ম্যাচের দিন হঠাৎ দুই ক্রিকেটারের করোনা পজিটিভ আসা নিয়ে নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের দু’জন ক্রিকেটার এবং একজন সাপোর্ট স্টাফ করোনা পরীক্ষায় পজিটিভ এসেছিল। তবে দ্বিতীয়বার পরীক্ষায় দু’জন করোনা নেগেটিভ হয়েছে। আমার মনে হয় ফলস পজিটিভ (প্রথম পরীক্ষা) রিপোর্ট এসেছিল।’

শ্রীলঙ্কার আগে করোনা পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঢাকা সফর করে গেছে। ফলে করোনার মাঝে কিভাবে বায়ো-বাবল তৈরি করতে হয় তা বেশ ভালোভাবেই জানে বাংলাদেশ। বায়ো-বাবলের মাঝে সুবিধা-অসুবিধা নিয়ে লঙ্কান টিম ম্যানেজার বলেন, ‘বাংলাদেশ যে ব্যবস্থা করেছে তা যথেষ্ট ভালো। আমরাও বাংলাদেশকে এ রকম সুবিধা দিয়েছিলাম।’

বাংলাদেশ সফরে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তিনটি ম্যাচই আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত। সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমরা সামনে একটা ভালো সিরিজের আশা করছি। আমার মনে হয়, নিউ নরমাল ক্রিকেটে বাংলাদেশ তাদের সর্বোচ্চটা দিয়ে সিরিজ আয়োজন করছে। এটার কারণ, দুই বোর্ডের মধ্যে ভালো সম্পর্ক এবং আমরা এটার সাথে মানিয়ে নিয়েছি। অন্য দেশে গেলেও একই রকম পরিস্থিতি হবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যর্থতার বৃত্তেই লিটন

ব্যর্থতার বৃত্তেই লিটন

ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকের ৪০তম অর্ধশত

ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকের ৪০তম অর্ধশত

ভবিষ্যতের কথা ভেবে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে : ডোমিঙ্গো

ভবিষ্যতের কথা ভেবে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে : ডোমিঙ্গো

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক