শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে আধিপত্য ধরে রাখতে সামর্থ্যের সবটুকু উজাড় করে খেলার জন্য সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। রোববার (২৩ মে) থেকে ঘরের মাঠে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তামিম বলেন, ম্যাচ জিততে হলে আমাদের সেরার চেয়েও বেশি কিছু দিতে হবে।
হোম গ্রাউন্ডে ম্যাচ জয়ের দারুণ রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ১২টি হোম ম্যাচে একটি বাদে সবক’টিতেই জয় পেয়েছে টাইগাররা। অবশ্য কলম্বোয় ২০১৯ সালে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচেই পরাজিত হয়েছিল সফরকারী বাংলাদেশ। স্বাগতিক লঙ্কানদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
সিমিত ওভারের এই সিরিজকে সামনে রেখে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘শ্রীলঙ্কার অধিকাংশ খেলোয়াড়ের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। আমরা জানি তারা মানসম্পন্ন একটি দল। আমরা কোন কিছুই সহজভাবে লাভ করতে পারবো না। তাদের বিপক্ষে ম্যাচ জিততে হলে আমাদের সেরার চেয়েও বেশি কিছু দিতে হবে।’
পিতৃত্বকালীন ছুটি কাটানোর জন্য নিউজিল্যান্ড সফরে দলের বাইরে থাকলেও লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব নিজের পছন্দের তিন নম্বরেই ব্যাটিং করতে পারবেন বলেও নিশ্চিত করেছেন অধিনায়ক তামিম।
তামিম বলেন, ‘সাকিব তৃতীয় স্থানেই ব্যাট করবেন। বিশ্বকাপে ৯ ম্যাচ থেকে সাকিব ৬০০ এর অধিক রান সংগ্রহ করায় তার ব্যাটিংয়ের অবস্থান পরিবর্তনের প্রত্যাশা জোড়ালো হয়েছে। ঘটনাটি আমাদের কাছেও স্মরণীয় হয়ে আছে। কিন্তু সবসময় সেটি সম্ভব হয় না।’
তিনি আরও বলেন, ‘আমি চাই সে (সাকিব) যেন প্রতিটি ম্যাচেই এমন রান করে। তবে এটি খুবই বিরল পারফর্মেন্স। সেটি যদি না ঘটতো তাহলে ভয়ের কিছু থাকতো না। এমতাবস্থায় আমি খুব একটা আতঙ্কিত নই।’সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ মে। সিরিজের দিবারাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে, করোনার কারণে এবারেও সিরিজের দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। ফলে ক্রিকেট ভক্তদের টিভির সামনে বসেই দেখা দেখতে হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]