শ্রীলঙ্কা সিরিজে তিন নম্বরে ফিরছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৯ এএম, ২২ মে ২০২১
শ্রীলঙ্কা সিরিজে তিন নম্বরে ফিরছেন সাকিব

ইংল্যান্ড বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করে তাক লাগিয়ে দিয়েছেলেন সাকিব আল হাসান। তিন নম্বরে ব্যাট করে স্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটিয়েছিলেন তিনি। তবে এরপর আর সাকিবের তিনে খেলা হয়নি। দীর্ঘদিন পর আবারও সেই জায়গায় ফিরছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাকে তিন নম্বরে দেখা যাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হওয়ার আগে শুক্রবার (২১ মে) আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বকাপে নিজ ইচ্ছায় তিন নম্বরে ব্যাটিং করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে এ অবস্থানে বেশ সফলও হয়েছিলেন তিনি। শুধু সফল নয়, নিজের আত্মবিশ্বাসও বেশ বাড়িয়ে নিয়েছিলেন তিনি।

কিন্তু বিশ্বকাপের পর অনেক আলোচনা হলেও জাতীয় দলে আর তিন নম্বরে ব্যাট করতে পারেননি সাকিব আল হাসান। বিশ্বকাপের পর এক বছরের জন্যও নিষিদ্ধ হয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গুঞ্জন উঠেছিল তিন নম্বরে ব্যাট করবেন সাকিব আল হাসান। তবে টিম ম্যানেজমেন্ট আস্থা রাখে নাজমুল হাসান শান্তর উপর। সে আস্থার প্রতিদান দিতে পারেননি শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন না সাকিব আল হাসান। সে সিরিজে তিন নম্বরে শান্তর জায়গায় ব্যাটিং করেছিলেন সৌম্য সরকার। সেখান শান্তর মতো তিনিও নাম লিখিয়েছিলেন ব্যর্থতার খাতায়। দুই জনের কেউই তিন নম্বরে নিজের অবস্থান পাকা করার মতো কোনো পারফর্ম করতে পারেননি। শেষ পর্যন্ত আবারও সাকিবকেই তিন নম্বরে ফেরাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/ আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

‘সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

‘সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস