ইমরুল-শান্ত বাদ, স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৮ এএম, ২১ মে ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে থাকলেও ১৫ সদস্যের দলে জাগয়া পাননি ইমরুল কায়েস এবং নাজমুল হোসেন শান্ত। তবে ঘোষিত স্কোয়াড নিয়ে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটের ‘বেস্ট প্লেয়ারদের’ নিয়েই স্কোয়াড করা হয়েছে।

ঘোষিত স্কোয়াড নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট হোম সিরিজে বেশ ভালো খেলেছিলাম এবং ৩-০ তে সিরিজ জিতেছিলাম। সেই ধারাবাহিকতায় ওয়ানডেতে বেশি পরিবর্তন করি নাই। অলমোস্ট সবাই আছে। অভিজ্ঞ খেলোয়াড়রা আছে। আমরা সিলেকশন প্যানেল আশা করি, ইনশাআল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলবো।’

ঘোষিত স্কোয়াডে আছেন আইপিএল খেলে দেশে ফিরে ১২ দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইনে থাকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এছাড়া করোনাকালীন এ সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াডের বাইরেও আরও চারজনকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে।

        আরও পড়ুন> বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস

বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ১৫ জনের স্কোয়াড দিয়েছি। তার সাথে চারজন স্ট্যান্ড বাই রেখেছি। চারজন স্ট্যান্ড বাই-সহ ১৯ জনের স্কোয়াড। কোভিডের জন্য আমরা এই ১৯ জনের স্কোয়াড রেডি করে রেখেছি। কোভিড সিচুয়েশনে বলা যায় না, যাকে যখন তখন দরকার হতে পারে। স্ট্যান্ড বাইরাও দলের সাথে বায়ো-বাবলে থাকবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের এ সিরিজ নিয়ে আশাবাদী মিনহাজুল আবেদীন নান্নু। বলেন, ‘শ্রীলঙ্কার সাথে হোম সিরিজে আমাদের দল সবসময় ভালো ক্রিকেট খেলে। আশা করছি, এই সিরিজেও অনেক ভালো ক্রিকেট খেলবো। খেলোয়াড়রা যথেষ্ট আত্মবিশ্বাসী। নিউজিল্যান্ডে আমরা ওডিআই সিরিজ খেলে এসেছি কিন্তু সেখানে ভালো খেলতে পারিনি। হোম সিরিজে এমনিতেই ডিফারেন্ট ক্রিকেট হয়। হোমে যেহেতু আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ভালো খেলেছি, সে হিসেবে আমরা যথেষ্ট কনফিডেন্ট যে, আমরা ভালো খেলবো।’

ঘোষিণত স্কোয়াডকে সর্বোচ্চ ভালো উল্লেখ করে তিনি বলেন, ‘বেস্ট প্লেয়াররা টিমে থাকলে সবসময় টিম বেশ উজ্জিবীত থাকে। আমরা সবাইকে বেশ ভালোভাবে পাচ্ছি, সবাই ফিট আছে। প্র্যাকটিস ম্যাচে সবাই খেলছে। আশা করছি, এ স্ট্যান্ডার্ড থাকলে ইনশাআল্লাহ ভালো একটা সিরিজ হবে।’

করোনার মধ্যে খেলোয়াড়দের কোয়ারেন্টাইন নিয়ে নান্নু বলেন, ‘আমরা যখন নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলাম। শ্রীলঙ্কাতেও তিনদিনের কোয়ারেন্টাইনে ছিল। প্লেয়াররা কোয়ারেন্টাইনে ইউজড টু হয়ে গেছে। প্রোফেশনালিজমে ওরা কোয়ারেন্টাইনে থেকে ওদের ফিটনেস নিয়ে কাজ করছে। আজকে প্রস্তুতি ম্যাচ খেলছে দেখে মনে হচ্ছে না কোয়ারেন্টাইনে ছিল। আশা করছি, ম্যাচেও ওরা মানিয়ে নিবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

‘সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

আমাদের হারানোর কিছু নেই, বাংলাদেশ হারাতে এসেছি : উদানা

আমাদের হারানোর কিছু নেই, বাংলাদেশ হারাতে এসেছি : উদানা

তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

সৌম্য-রিয়াদ-আফিফের ব্যাটে রান, ব্যর্থ সাকিব

সৌম্য-রিয়াদ-আফিফের ব্যাটে রান, ব্যর্থ সাকিব