‘সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ এএম, ২১ মে ২০২১
‘সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের মাঠে এ সিরিজকে সামনে রেখে একমাত্র প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন টাইগার ব্যাটাররা। মূল ম্যাচের আগে প্রস্তুতিতে রান পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। টাইগারদের আশা ঘরের মাঠের সিরিজ তাদেরই থাকবে। মূলত সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ মে) বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ শেষে স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছেন, সিরিজ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। 

প্রাথমিক স্কোয়াডে থাকাদের নিয়ে দুইভাবে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। ম্যাচে বিসিবি সবুজ দলকে ৫ উইকেটে হারিয়ে দেয় লাল দল। বিসিবি সবুজ দলের হয়ে খেলা মোসাদ্দেক ব্যাট হাতে ২৮ রান করেছেন। 

ম্যাচ শেষে মোসাদ্দেক জানান, দলের ব্যাটসম্যানদের জন্য প্রস্তুতি ম্যাচ খুবই উপকারে দিবে। তিনি বলেন, 'ব্যাটারদের জন্য প্রস্তুতি ম্যাচটি দারুণ ছিল। দুদিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ম্যাচ। তার আগে ব্যাটাররা রান পাওয়ায় তাদের মাঝে আত্মবিশ্বাস থাকবে।' 

প্র্যাকটিস ম্যাচে ব্যাট হাতে বড় স্কোর গড়তে না পারলেও মোসাদ্দেক মনে করেন একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেবেন। তিনি বলেন, 'যখনই দলে থাকি ভালো খেলার চেষ্টা করি। নিজে ভালো খেললে সেটা দলের জন্যই ভালো ফল বয়ে আনে। দলের চাহিদা পূরণ করে খেলার জন্যই চেষ্টা করবো।' 

সাকিব-মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়ানোর পাশাপাশি অন্যদেরও চাঙ্গা করেছে বলে মনে করেন এ অলরাউন্ডার। বলেন, 'অবশ্যই তারা দলে থাকায় বাকিরাও অনুপ্রাণিত হবে। সাকিব ভাই, মোস্তাফিজ দলে ফেরায় দল আরও ব্যালেন্সড হয়েছে।' 

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ঘরের মাঠে বেশ ভালো দল বলেও অভিমত তার। মোসাদ্দেক বলেন, 'যেহেতু আমরা পূর্ণ শক্তির দল নিয়ে নামছি, তাই আমরা সিরিজ জয়ের জন্যই খেলবো।' 

বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্য তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে রোববার (২৩ মে)।  সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৮ মে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

আমাদের হারানোর কিছু নেই, বাংলাদেশ হারাতে এসেছি : উদানা

আমাদের হারানোর কিছু নেই, বাংলাদেশ হারাতে এসেছি : উদানা

নতুন এক অভিষেকের অপেক্ষায় দ্রাবিড় 

নতুন এক অভিষেকের অপেক্ষায় দ্রাবিড় 

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস