সৌম্য-রিয়াদ-আফিফের ব্যাটে রান, ব্যর্থ সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৫ এএম, ২১ মে ২০২১
সৌম্য-রিয়াদ-আফিফের ব্যাটে রান, ব্যর্থ সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বিসিবি লাল দল এবং বিসিবি সবুজ দল। বিকেএসপির চার নাম্বার মাঠে টস জিতে ব্যাটিংয়ের নামেন মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন।

বৃহস্পতিবার (২০ মে) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৩ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল। ব্যাট হাতে সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফের ব্যাটে ছিল পঞ্চাশোর্ধ রান। তবে বড় ইনিংস গড়তে পারেননি সাকিব আল হাসান। এছাড়া সৌম্য প্রথমে আউট হলে দ্বিতীয়বারের মতো ব্যাট করেন।

sportsmail24

ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন সৌম্য সরকার এবং নাঈম শেখ। ২২ ওভারে ১১৩ রানের জুটি গড়েন তারা। অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে ৪৩ বলে ৩৮ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন নাঈম শেখ। তবে ওপেনার সৌম্য সরকার শেষ পর্যন্ত খেলে ৬০ রান অপরাজিত থাকেন। ৭০ বল মোকাবেলা করে ৪টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি।

এছাড়া ব্যাট হাতে ৫৪ বলে ৬২ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আফিফ হোসেন ধ্রুব করেন ৫৪ বলে ৬৪ রান করেন। তবে আইপিএল খেলে কোয়ারেন্টাইন পালন করা সাকিব আল হাসান ব্যাট হাতে রান করতে পারেননি। ২০ বলে ২৮ রান করে সাজঘরে ফিরেন।

sportsmail24

তিন নম্বরে ব্যাট করতে নেমে মাহেদী হাসানের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন সাকিব। এরপর মোহাম্মদ মিঠুনও ফিরেন মাত্র ৩ রানে।

অন্যদিকে, বল হাতে লাল দলের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন মাহেদী হাসান। বল হাতে ৭ ওভার বল করে ৪৮ রান দিয়েছেন মোস্তাফিজ এবং সাইফউদ্দিন ৯ ওভারে ৬৫ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ার-ম্যাচ রেফারি সবাই বাংলাদেশি

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ার-ম্যাচ রেফারি সবাই বাংলাদেশি

ব্যাটে বলে সাকিবের কঠোর পরিশ্রম

ব্যাটে বলে সাকিবের কঠোর পরিশ্রম

১৯ দিন পর মাঠে মোস্তাফিজ, প্রস্তুতি আল্লাহ ভরসা

১৯ দিন পর মাঠে মোস্তাফিজ, প্রস্তুতি আল্লাহ ভরসা

শ্রীলঙ্কা সিরিজ দেখাবে বাংলাদেশের দুই টিভি চ্যানেল

শ্রীলঙ্কা সিরিজ দেখাবে বাংলাদেশের দুই টিভি চ্যানেল