শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (২০ মে) অনুষ্ঠিতব্য ওই ম্যাচে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের দু’দলে বিভক্ত করে অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ইনজুরির কারণে আগেই ছিটকে যাওয়া রুবেল হোসেনও অনুশীলনে থাকবেন না। একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষে সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে তামিমরা। প্রস্তুতি ম্যাচে বিসিবি লাল দলকে নেতৃত্ব দিবে তামিম ইকবাল এবং বিসিবি সবুজ দলের নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়ানডে ফরম্যাটের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল নেতৃত্ব দিবেন বিসিবি লাল দলের। এ দলে হয়ে খেলবেন দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া ইমরুল কায়েস। এছাড়া মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমানরাও খেলবেন একই দলে।
অন্যদিকে, মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে বিসিবি সবুজ দলের হয়ে খেলবে সাকিব আল হাসান। সবুজ দলের হয়ে মাঠে নামবেন সৌম্য-আফিফ-মিরাজরা। এছাড়া বল হাতে পেস অ্যাটাকে রয়েছেন তাসকিন আহমেদ ও শহিদুল ইসলামরা।
বিকেএসপিতে ম্যাচটি শুরু হবে সকাল পৌনে ১০টায়। অন্যদিকে, নিজেদের মধ্যে ভাগ হয়ে বিকেএসপিতে ২১ মে (শুক্রবার) প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আর ২৩ মে থেকে মিরপুরে শুরু হবে আসল লড়াই।
বিসিবি লাল দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
বিসিবি সবুজ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]