১৯ দিন পর মাঠে মোস্তাফিজ, প্রস্তুতি আল্লাহ ভরসা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২০ মে ২০২১
১৯ দিন পর মাঠে মোস্তাফিজ, প্রস্তুতি আল্লাহ ভরসা

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি বেশ আগেই শুরু হয়েছিল। তবে আইপিল থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকায় দলের সাথে যোগ দিতে পারেননি মোস্তাফিজুর রহমান। অবশেষে সেই সমস্যার সমাধান। মাঠে ফিরেছেন নিজের প্রস্তুতি নিতে।

মঙ্গলবার (১৮ মে) প্রথম দিনের মতো দলের সাথে যোগ দিলেও বৃষ্টির কারণে হয়নি অনুশীলন।দ্বিতীয় দিন বুধবার (১৯ মে) বল হাতে পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন। তবে নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নয় তিনি। জানিয়েছেন, প্রস্তুতির বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফেরার পর ১২ দিন এবং তার আগে ভারতে পাঁচদিন হোটেলবন্দি ছিলেন মোস্তাফিজুর রহমান। আরও দুইদিনসহ মোট ১৯ দিন সকল ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে ছিলেন তিনি।
sportsmail24
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে মাত্র তিনদিনের প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন মোস্তাফিজরা। ফলে নিজের পারফর্মেন্সের সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন বলে জানালেন।

বুধবার অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আইপিএল এবং আমাদের দেশের রুম কোয়ারেন্টাইন মিলে ১৯ দিনে মাত্র একদিন অনুশীলন করেছি, একটি ম্যাচ খেলেছি। এখন জানি না…. আমি আর সাকিব ভাই একই অবস্থার মধ্যে ছিলাম।’

মঙ্গলবার মাঠে ফিরলেও বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। মোস্তাফিজ বলেন, ‘কালকে (মঙ্গলবার) তো আমরা অনুশীলন করতে পারিনি। আরও দুইদিন পাব। প্রস্তুতি আল্লাহর উপর ছেড়ে দিলাম।’

দলের সাথে অনুশীলনের সুযোগ পেয়ে ইনডোর এবং সেন্টার উইকেটে বল করেছেন মোস্তাফিজ। দীর্ঘদিন পর অনুশীলনে ফেরায় ছন্দ ফিরে পাচ্ছেন কি-না এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজ জানান, ‘রুমের ভিতর করা যায় এমন কাজ ছাড়া শেষ ১৯ দিনে কিছু করি নাই। প্রথম দিন থেকেই অনেক কিছু ভাবলে তা হবে না। আমি আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টায় আছি।’

আইপিএলের ১৪তম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। রাজস্থানের হয়ে আট ম্যাচে আট উইকেট শিকার করেছিলেন তিনি। দল ভালো করতে না পারলেও ব্যক্তগতভাবে বেশ উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা ও বিশ্বকাপ : বিশেষ বৈঠক ডেকেছে বিসিসিআই

করোনা ও বিশ্বকাপ : বিশেষ বৈঠক ডেকেছে বিসিসিআই

কেন ফিরছেন না ডি ভিলিয়ার্স?

কেন ফিরছেন না ডি ভিলিয়ার্স?

তিন বছর পর  অস্ট্রেলিয়া যাচ্ছে শ্রীলঙ্কা

তিন বছর পর অস্ট্রেলিয়া যাচ্ছে শ্রীলঙ্কা

বৃষ্টিতে অস্বস্তি, স্বস্তিতে সাকিব-মোস্তাফিজ

বৃষ্টিতে অস্বস্তি, স্বস্তিতে সাকিব-মোস্তাফিজ