সফররত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি আগেই ঘোষণা করা হলেও বাকি ছিল ম্যাচ শুরুর সময় জানানোর। অবশেষে সেটিও জানানো হলো। সিরিজের দিবারাত্রির ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায় এবং শেষ হবে সাড়ে আটটার মধ্যে।
রোববার (১৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শুধু ম্যাচের নয়, একই সাথে দুই দলের অনুশীলনের সময়ও জানিয়ে দেওয়া হয়েছে।
আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২৩ মে (রোববার)। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ মে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে, ওয়ানডে সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সকালে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি চলে গেছেন হোটেল সোনারগাঁয়ে। সেখানে প্রথম তিনদিন রুমবন্দি কোয়ারেন্টাইন পালন করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
কোয়ারেন্টিন পালন শেষে ১৯ ও ২০ মে অ্যাকাডেমি মাঠে অনুশীলন করবেন লঙ্কানরা। এরপর ২১ মে বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সিরিজ শেষে ২৯ মে দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে লঙ্কানরা।
সিরিজ সূচি ও সময়
২৩ মে : ১ম ওয়ানডে, দুপুর ১টায়
২৫ মে : ২য় ওয়ানডে, দুপুর ১টায়
২৮ মে : ৩য় ওয়ানডে, দুপুর ১টায়।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]