শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে পেস বোলিং কোচ ওটিস গিবসনকে পাচ্ছেন না তাসকিন-মোস্তাফিজরা। তার অবর্তমানে মোস্তাফিজ-তাসনকিনদের দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ। বিসিবির সূত্রে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কা সফর শেষে দলের সাথে টাইগারদের প্রধান রাসেল ডোমিঙ্গো বাংলাদেশে ফিরলেও ফিরেননি পেস বোলিং কোচ ওটিস গিবসন। পরিবারের সান্নিধ্যে দিন কাটাতে ছুটি নিয়ে শ্রীলঙ্কা থেকেই ইংল্যান্ডের বিমান ধরেছেন তিনি। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে দেরি হওয়া ঘরের মাঠে সিরিজ ধরতে পারবেন না তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওটিস গিবসন আমাদের সঙ্গে এ সিরিজে (শ্রীলঙ্কার বিপক্ষে) থাকছে না। সিরিজ শেষে তিনি দলের সাথে যোগ দিবে। তবে সিরিজে তার পরিবর্তে আমাদের স্থানীয় কোন কোচ দায়িত্ব পালন করবে।
২৩ মে থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে ২০ মে (বৃহস্পতিবার) সাভারের বিকেএসপিতে একটি প্রস্ততি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে রোববার (২ মে) শুরু হয়েছে অনুশীলন, যা চলবে রোববার (৯ মে) পর্যন্ত। এরপর ঈদের ছুটির শেষে ১৭, ১৮ এবং ১৯ মে অনুশীলন করে ২০ মে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ উপলক্ষে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত প্রাথমিক দলে দীর্ঘদিন পর ডাক পেয়েছে ইমরুল কায়েস। এছাড়া দলে রয়েছে আইপিএলের জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেওয়া সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]